যারা গতকাল আমার অপরিচিত ছিলো,
এমনকি এখনো যাদের চোখের বৃত্তে বন্দী হয়নি আমার অস্তিত্ব,
যাদেরকে আমি একদম জানি না
কিংবা দেখিনি কোনোদিনও।
তারাই আমাকে ভালোবাসা, প্রেম
আর বন্ধুত্বে চুরমার করে দেবে আগামীকাল।
আর হে আমার পরিচিত প্রিয়মুখ,
নিশ্চয়ই তুমি আমাকে ঈর্ষা করবে তখন।
ভ্রুকুটিতে জ্বালিয়ে দেবে হাসিমুখ;
জানিয়ে দেবে - তুমি নগন্য কেউ,
যে ভালোবাসতে শেখেনি কখনো, তবু কেবলই
ভালোবাসা পেতে চায়।
আমি সেদিন শত্রু-তালিকায় তোমার নাম লিখে;
অতঃপর ভালোবেসে ক্ষমা করে দেব।
---
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬