এখনো যুবক অঙ্কে করেনি ভুল
এখনো ভাঙেনি জাহাজের মাস্তুল,
বুকের ভেতরে পাথর রাখেনি আজও
লেখেনি কাব্য বিপদসঙ্কুল।
এখনো যুবক আষাঢ়ের বৃষ্টিতে
একা পথ হাঁটে; একাকীই গায় গান,
অদ্ভুত কোনো বিকেল কিংবা রাতে
হাহাকারে তার কাঁপে না এখনো প্রাণ।
ভয় পেলে সে চীৎকার করে হাসে
রোদ বৃষ্টি ও ঝড়ের মাতাল ক্ষণে,
গোপণে একাকী আকাশচারি প্রাণ
এখনো যে তার কাউকে লাগে না সাথে।
যুবক এখনো বেপরোয়া নির্ভীক
যুক্তি-আবেগে পথ খুঁজে নেয় ঠিক,
বুকের ভেতর পরশপাথর আঁকা
দাঁপিয়ে বেড়ায় দুরন্ত চৌ-দিক।
যুবক করেনি অঙ্কে এখনো ভুল
ঠিকঠাক আছে জাহাজের মাস্তুল,
ভেতর-বাহিরে গোলাপ ফুটিয়ে রেখে
যুবক চলেছে সম্মুখে নির্ভুল।