অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো
আমি বলব, আমার প্রাপ্তির খাতায় কেবলই অনর্থ;
তোমাকে দেবার মতো কিছু নেই।
একটু অহংকারে বলি_
কেউ কেউ ভালবাসে, তাই বেঁচে থাকি;
কেউ কেউ বাসে না,
তবুও নির্লজ্জের মতো বেঁচেই থাকি।
লোভী কুকুরের মতো
অশান্ত বাতাসের মতো
একাগ্র সাধকের মতো
নিশাচর কামুকের মতো
কিংবা একান্তই আমার মতো;
প্রতিদিন কেবলই বেঁচে থাকি।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দ্যাখো_
আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই।
অনর্থ আবেগ ছাড়া আমার হিসেবের খাতায়
কেবলই বিশাল শূন্য আকাশ।
তবু নির্লজ্জের মতো বেঁচেই আছি
তোমার অর্থনীতির বইয়ে আবেগী বৃষ্টির অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫