কবিতার কাছে হৃদয় সঁপেছি আমি
ধীরে ধীরে নিজেকে করেছি শূন্য;
আমার রক্ত-কণ্ঠ-প্রাণ নিয়ে
কবিতা অপরূপ সাঁজে নিজেকে সাজিয়েছে;
কপাল রাঙিয়েছে রক্ত চন্দনে
আর কানে হীরের দুল।
আমি কবিতার কাছে নিঃশেষ হয়েছি
আমার বিষণ্ণ হৃদয়ের সবটুকু প্রেম
ঢেলে দিয়েছি কবিতার ঠোঁটে;
আমার ব্যস্ততা, অবসর কিংবা আনমনা দিনগুলোতেও
পরিশ্রমী-সতর্ক-সুনিপুণ হাতে
ভীষণ যত্নে ধীরে ধীরে তৈরি করেছি তাকে।
রিক্ত হয়েছি আমি কবিতার কাছে
গ্রীষ্ম বর্ষা কিংবা শীতে।
আমাকে ছিঁড়ে খুঁড়ে নিজেকে ভরিয়ে তুলেছে সে
তবু বসন্তের রাতে যেই না বলেছি – কবিতা, চিরদিন থাকবে আমার কাছে?
শূন্য পুরুষ ভেবে কবিতা তখনই আমাকে ছেড়ে গেল;
একবারও আর পিছু ফিরে তাকালো না।