পবিত্র কাবা শরীফ, মক্কা মুকার্রামা। দিনরাতের সবটুকু সময় যেখানে আল্লাহর বান্দারা তাঁর সন্তুষ্টি বিধানের জন্য তাওয়াফ করে যাচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে। এ যেন সারা পৃথিবীর কন্ট্রোলরুম। মুসলমানগণ তা পেয়েও নিজেদের অযোগ্যতার দরুন হাতছাড়া করেছে এই কন্ট্রোল। ছবিটি ২০০৮ এর মার্চে যখন জেদ্দা হয়ে মক্কা সফর করি উমরাহর উদ্দেশ্য, তখনকার নেয়া।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com
হাদীস:
রোযা জাহান্নাম থেকে রক্ষার ঢাল ও দুর্গ স্বরূপ
قَالَ عُثْمَانُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنْ الْقِتَال.
উসমান বিন আবূল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
"রোযা হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল স্বরূপ; যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল হয়ে থাকে।"
[মুসনাদে আহমাদ: ৩৩/১২, ৩৬/৩২৭, নাসাঈ, ইবনে মাজাহ্: ৫/১৩৪, সহীহুল জামেঈস্ সগীর-আলবানী: ৩৮৭৯]
অন্য এক হাদীসে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ وَحِصْنٌ حَصِينٌ مِنْ النَّار .
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:
"রোযা হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল ও দুর্ভেদ্য দূর্গস্বরূপ।"
[মুসনাদে আহমাদ, বায়হাকী শু'আবুল ঈমান, সহীহুল জামেঈস্ সগীর-আলবানী: ৩৮৮০]
হাদীস লিংক।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৭