মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। উত্তরের একুশ নং দরজার বাইরে আগে একটা মিশ্র পাথুরে ভাস্কর্য জাতীয় কিছু ছিল, যেখানে খাতা-কলম-পতাকার সাথে সাথে একটা হাতও ছিল। যা এ মসজিদের সাথে খুব একটা মেলেনি। তারপর সেসব তুলে দিয়ে একটা ঘড়ি স্থাপন করা হয়। সেখানে গিয়ে আশপাশে কান পাতলে শোনা যায়, ভাস্কার্য জাতীয় পূর্বের বস্তুটির চাইতে ঘড়িই সবার পছন্দ। ছবিটি নেয়া হয়েছে অক্টোবর ২০০৭ এর কখনো।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ http://www.fazleelahi.com
হাদীস:
রোযা রাখ, কারণ এর সমতুল্য কিছু নেই
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قُلْتُ
يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عَدْلَ لَهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عِدْلَ لَه . [رواه النسائي: 7/408 الشاملة: 2193]
আবূ উমামাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আমি বললাম: ‘হে আল্লাহর রাসূল! আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন; (‘যদ্দ্বারা আল্লাহ্ আমাকে লাভবান করবেন’। অথবা অন্য এক বর্ণনায় আছে, ‘যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব’।) তিনি বললেন: “তুমি রোযা রাখ, কারন এর সমতুল্য কিছু নেই।’ পুনরায় আমি বললাম: ‘হে আল্লাহর রাসূল! আমাকে কোন আমলের আদেশ করুন।’ তিনিও পুনরায় ঐ কথাই বললেন: “তুমি রোযা রাখ, কারন এর সমতুল্য কিছু নেই’।”
[নাসাঈ: ৭/৪০৮, আরো দেখুন- সহীহ্ ইবনে খুযাইমা, হাকেম, সহীহ্ তারগীব-আলবানী: ৯৭৩]
হাদীস লিংক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯