মসজিদুন্ নববী, মদীনা মুনাওয়ারা। মাগরিবের সময়ে যখন দিনের আলো নিভে যায়, তখন বৈদ্যুতিক আলোয় মসজিদুন্ নববীর আভ্যন্তর ভাগ। ঐ তো থামের আড়ালে গুটানো ছাতার খোলা জায়গা দিয়ে দেখা যাচ্ছে সন্ধ্যার গাঢ় নীল আকাশ। ছবিটি ২০০৭ এর অক্টোবরে নেয়া হয়েছে।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।
হাদীস:
মুসলমান ও আহলে কিতাবের রোযার মধ্যে পার্থক্য
عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَر .
আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আমাদের (মুসলমানদের) রোযা ও আহলে কিতাবদের রোযার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরী খাওয়া।” (অর্থাৎ, আহলে কিতাবরা সেহরী খায় না; কিন্তু মুসলমানরা খায়।) [মুসলিম: ১০৯৬]
অন্য এক হাদীসে এসেছে-
আহলে কিতাবরা ইফতার করে দেরী করে, পক্ষান্তরে মুসলমানগণ সূর্য ডোবামাত্র তড়িঘড়ি ইফতার করে থাকে। [আবু দাউদ, হাকেম, ইবনে হিব্বান, সহীহুল জামেঈস্ সগীর-আলবানী: ৭৬৮৯]
হাদীস লিংক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪১