মসজিদুন্ নববীর চত্ত্বর, মদীনা মুনাওয়ারা। দুপুরের কাঠফাটা রৌদ্রতাপে মসজিদুন্ নববী যেন এক পার্থিব জান্নাত। তথাপি অলসতা, ব্যস্ততা অথবা অন্যবিধ কারণে পৌঁছুতে দেরী হয়ে গেলে তাপীয় কষ্ট অনিবার্য হয়ে যায়। বিগত জুনের কোন এক জুম’আর দিনে সালাত সমাপনান্তে যখন ছাদ থেকে নামছিলাম, তখন দৃষ্টিতে এসে ধরা দেয় সোনালী ঝিলমিলের আড়াল হতে ছবির দৃশ্যটি। আর তখনি ছায়া করে নেই মুঠোফোনে।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।
হাদীস:
নির্ধারিত বিধান মেনে চল; অপ্রয়োজনীয় বিষয় অনুসন্ধান করো না
عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ جُرْثُومِ بن نَاشِبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَال:
"إنَّ اللَّهَ تَعَالَى فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا، وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا، وَحَرَّمَ أَشْيَاءَ فَلَا تَنْتَهِكُوهَا، وَسَكَتَ عَنْ أَشْيَاءَ رَحْمَةً لَكُمْ غَيْرَ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا".
[حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ الدَّارَقُطْنِيّ في سننه: 4/184، وَغَيْرُهُ]
আবূ সা’লাবাহ্ আল-খুশানী জুরসূম বিন নাশির রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“নিঃসন্দেহে আল্লাহ্ তা’আলা ফরযসমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন, সুতরাং তা অহবেলা করো না। তিনি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং তা লঙ্ঘন করো না। এবং কিছু জিনিস হারাম করেছেন, সুতরাং তা অমান্য করো না। আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন-তোমাদের জন্য রহমত হিসেবে; ভুলে গিয়ে নয়-সুতরাং সেসব বিষয়ে বেশী অনুসন্ধান করো না।”
[হাদীসটি হাসান (সহীহ্), আদ্-দারেকুতনী: ৪/১৮৪ ও অন্যান্য কয়েকজন বর্ণনা করেছেন।]
হাদীস লিংক: Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪০