১. দুই দলের নামই ইংরেজি 'বি' বা বাংলা 'ব' দিয়ে শুরু।
২. দুই দলই দেশের মধ্যে জনপ্রিয় হলেও প্রশাসন কর্তৃক শোষিত। (খবরে প্রকাশ - লা লীগায় বেশীর ভাগ রেফারি রিয়াল মাদ্রিদ সমর্থক, আর বাংলাদেশে গত ১২ বছর প্রশাসন বিএনপি'র সাথে কী আচরণ করছে সেটা সবাই জানে)
৩. বার্সেলোনা ক্লাবে একজনই পুরুষ, তিনি হলেন লিওনেল মেসি। আর বিএনপি-তেও একজন পুরুষ, তিনি হলেন খালেদা জিয়া।
৪. বার্সেলোনা ক্লাব অনেক সুযোগ থাকা সত্ত্বেও গত ২ বার লীগ চ্যাম্পিয়ান হতে পারেনি। তারা আশা করেছিল অন্য দলগুলো হারলে তারা চ্যাম্পিয়ান হবে। বিএনপি-ও বেশীরভাগ সময় নিজের চেষ্টায় ক্ষমতায় যেতে পারেনি। তারা অন্য দলের ব্যর্থতায় ক্ষমতায় যায়। তারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, তারা আশায় থাকে জামায়াত-হেফাজত তাদের জিতিয়ে দিবে।
৫. দুই দলের সমর্থকরাই সুদিনের অপেক্ষায় আছে। কিন্তু তাদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২১ সকাল ৯:৪৭