গত কয়েক বছর ধরে একটা নতুন বিষয় তৈরি হয়েছে। হয়তো আগেও ছিল। কিন্তু এখন ৭১ টিভি, মিথিলা ফারজানা, ব্লগ সহ অনেক জায়গায় এই মতবাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলিম এ ব্যপারে সহমত নন। বিষয়টা হল - মুসলমানদের জাকাত, কোরবানী, হজ্জ্বের খরচ থেকে অর্থ নিয়ে বিকল্প পথ বের করা।
জাকাত, কোরবানী, হ্জ্জ্ব সকল মুসলমানদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র সামর্থ্যবানদের জন্য এবং তা ফরজ। ইসলামে এগুলোর বিকল্প, মানে এসবের খরচ দিয়ে অন্য কোন ইবাদত আছে বলে জানা নেই। 'গরুপ্রেমী' দের প্রিয় টপিক হল - কোরবানীর মাধ্যমে হাগার হাগার গরু হত্যা না করে তার টাকা যদি গরীবকে দেয়া যেত তাহলে কতই না উপকার হত!
ঠিক একই ভাবে হজ্জ্ব না করে তার টাকা দিয়ে দান করা, জাকাত - জাকাতের যোগ্য প্রাপককে না দিয়ে অন্য কোন খাতে ব্যয় করার মতবাদ ধর্মপ্রাণ মুসলমানদের উপর সুক্ষ্মভাবে ঢুকিয়ে দেয়ার কাজ শুরু হয়েছে। অনেকে তা গিলছেও! অথচ কোরবানী দিলে এবং হজ্জ্ব করলে তার সাথে প্রত্যক্ষ/পরোক্ষভাবে অনকে পরিবারের আয়ও জড়িত। সেটা তেনারা মাথায় রাখে না।
এসব মতবাদ আপাতঃদৃষ্টিতে খুব মহৎ বলে মনে হলেও, আদতে এটা একটা ভুল পদক্ষেপ। কারণ, ধর্মীয় বিষয়ে নতুন আর কোন কিছুই তৈরি করা যাবে না। ইসলামী সরকার থাকলে এসব প্রশ্ন করার সাহসও কেউ পেত না। সারা বছর ধরে ইসলাম নিয়ে তুচ্ছ/তাচ্ছিল্য করা হবে, মাদ্রাসা শিক্ষা নিয়ে কটাক্ষ করা হবে, হিজাব/দাড়ি নিয়ে সমালোচনা করা হবে আর ঘূর্ণিঝড়, বন্যা, করোনার সময় খোঁজা হবে জাকাত, কোরবানী, হজ্জ্বের অর্থ - এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২০ সকাল ৯:২৫