মনে করেন আমি সাথে বন্দুক নিয়ে, রকেট লন্চার নিয়ে একটা মার্কেটে গেলাম। সেখানে গিয়ে মার্কেটের সব বের হবার রাস্তা বন্ধ করে এলোপাথারি গুলি ছুরলাম। গুলিতে ৪ জন মানুশ মারা গেল। এরপর আমি মিডিয়াকে বললাম আমাকে অফিস শোসন করছে, তারা আমাকে ঠিকমত বেতন দেয় না, আমি ঠিকমত কারেন্ট পাইনা, পানি পাই না। আমাকে এইগুলা ঠিকমত দিতে হবে আর আমি জে মানুশ মারলাম তার জন্য়ে সাধারন খমা করতে হবে তা না হলে আমি আরো গুলি করব আরো কামান মারবো।
আপনি কি তখন আমাকে বিদ্রোহী বলবেন নাকি সন্ত্রাষী বলবেন?? আপনিই বলেন।
আর এই যে সরকার সব দাবি মেনে নিল আর সাধারন ক্ষমা করে দিল কিছুদিন পর যে আনসার বা পুলিশরা যে এরকম করবে না আপনি কিভাবে ভাবলেন? কারন তারা দেখল তারা যদি সাধারন মানুশ মেরেও ফেলে তাদের সাধারন ক্ষমা করে দেয়া হবে, তাদের কোন বিচার হবে না। তখন যদি আপনার পরিবারের কেউ মারা যায় তখন কি আপনি তাকে বিদ্রোহ বলবেন???