সামুতে গতকাল আমার তিন বছর পূর্ণ হলো। সামুর মাধ্যমে আবার নতুন করে পাঠের অভ্যাস নিয়মিত হলো। একসময় প্রচুর ছোট গল্পের বই, উপন্যাস পড়তাম। মাঝে প্রায় বেশ কয়েক বছরের মত কোনো বইয়ের আশে পাশেও ঘেঁষিনি...
মূলত চাকরির জন্য পড়ার সময় হয়ে উঠেনি।
সময় হয়ে না উঠাটা নিয়মিত হওয়ার বদৌলতে বই পড়া থেকে বহু দূরে চলে গিয়েছিলাম...
পুরো আলসেমি চলে আসছিলো...
একসময় এমন অবস্থা হয়েছিলো যে, পুরোনো অভ্যাসের কারণে বই কিনতাম ঠিক, কিন্তু আলসেমির কারণে আর পড়া হতো না...
যা একটু আধটু পড়তাম তা হলো, কবিতার বই। তাও কবিতার বই কিনতাম হাতে গুণা কয়েকজন কবির।
তবে এইবার অনেকের বই পড়ার ইচ্ছা আছে। কেনারও ইচ্ছা আছে বইমেলায় গিয়ে...
অফিস থেকে ছুটি পেলেই ঢাকার বইমেলায় যাওয়ার ইচ্ছা আছে...
নীল দার স্টলে যাওয়ার ইচ্ছা আছে।
হাসান ভাইয়ের গল্পের বই পড়ার ইচ্ছা আছে...
হামিদ ভাইয়েরও গল্পের বই পড়ার ইচ্ছা আছে....
সামুতে পড়া জুনায়েদ ভাইয়ের থ্রিল মূলক উপন্যাস এবং অহরহ ভাইয়ের 'দেখা অদেখা' পড়ার ইচ্ছা আছে...
এই পড়ার অভ্যাসটা আবার নিয়মিত হলো, মূলত কয়েকমাস সামুতে সবার লেখা নিয়মিত পাঠের কারণে...
বলতে গেলে প্রায় সবার লেখায় পড়ি। যেই লেখায় তর্ক-বিতর্ক থাকে, সেই লেখা ইগনোর করার চেষ্টা করি। কোনো মন্তব্য করিনা...
মাঝে-সাঁজে একটা দুইটা হয়তো মন্তব্য করি, খুব বেশি খারাপ লাগলে...
আবার যেটা পড়ি, কিংবা পড়ে ভালো লাগে সেটাতে মন্তব্য করার চেষ্টা করি...
মন্তব্য করাটা নেশা হয়ে গিয়েছিলো...
ধন্যবাদ সামু...
আর বিনম্র শ্রদ্ধার সহিত স্মরণ করছি ভাষা শহীদদের। সাথে জানা আপাকেও...
আমাকে আমার মায়ের ভাষায় স্বাধীনভাবে লিখতে ও কথা বলার অধিকার করে দেওয়ার জন্য...
ধন্যবাদ সকলকে...
জানা আপা দ্রুত সুস্থ হয়ে, আবার আমাদের মাঝে ভ্রমণ ব্লগ নিয়ে ফিরে আসুক, সর্বদা সেটাই কামনা করছি...
নয়ন বড়ুয়া
ফেব্রুয়ারি, ২৪
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫