
আজম খান। আপনার প্রতি রইলো বিনম্র শদ্ধা। আজ আমাদের গানের আকাশ থেকে অনেক বড় আর উজ্জ্বল এক নক্ষত্রের পতন হলো। আর বাজবেনা আপনার গিটার। আর মাতবেনা স্টেজ। আর কেউ গাইবেনা " রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে"। আর কেউ চানখার পুলের আলাল দুলালের কথা স্মরণ করিয়ে দেবেনা। আর কেউ হারিয়ে যাওয়া অভিমানীকে খুঁজে ফিরবেনা।
আজ আমরাই গাইবো " হারিয়ে গেছে, খুঁজে পাবোনা"। স্যার আপনার জন্য আজ আমরা গাইবো। আজ আপনাকে নশ্বর পৃথিবীর বুকে না হোক, আমাদের অন্তরের মাঝে খুঁজে ফিরবো। খুঁজে আপনাকে পাবোই পাবো। পেতেই হবে। আপনি আমাদের গানের জগতের এক দিশারী। আপনাকে খুঁজে না পেলে যে আমরা দিশা হারাবো।
স্যাল্যুট স্যার। স্যাল্যুট ফেয়ারলেস ফ্রিডম ফাইটার। আপনাকে বাংলাদেশ কোনদিন ভুলবেনা। আপনি বেঁচে থাকবেন কোটি মানুষের প্রানে। আপনার গানে।
আপনার চলে যাওয়া আমার কাছে বিশেষভাবে চিরস্মরনীয় হয়ে থাকবে যে আরেক টা কারণে সেটা হলো আপনার চলে যাওয়ার দিনটিই আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ে এক দারুণ গান পাগল। হয়তো সেও কোনদিন হাতে গীটার তুলে নিয়ে আপনার গানটাই ধরবে তার জন্মদিনে। বন্ধুদের আড্ডায়। আপনাকে স্মরণ করে।
শ্রদ্ধা..শ্রদ্ধা...শ্রদ্ধা ...... অনেক শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৪৮