কয়েক মিনিট আগে পিচ্চি একটা কেক কেটে সেলিব্রেট করা হল। কোন দাওয়াতি নেই, জাস্ট আমরা ৩ জন। মা একা একা কেক কাটবেন, তা কি হয়!!! মেয়েরও যে দারুণ শখ কেক কাটবার। যেন রোজ রোজ যদি ওর জন্মদিন হত! যদি রোজ কেক কাটা যেত!! মা তাই কেক এ লেখালেন,
"Happy Birthday to PUNNYA & MA"


রাত্রী.....শুভ জন্মদিন.............
ব্লগার রাত্রীর শেষ পোস্টের লিঙ্ক
Click This Link
*****************************************
রাত্রী সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তাকে উইশ করবার জন্য। ও দেখেছে সবগুলো মন্তব্য।



********************************************
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৬