ঘরে ফেরার ক্লান্তিতে
নিচু হয়ে আসে দিগন্ত হতে শঙ্খচিল
থর থর করে কাঁপে ডানা
বাতাসে, নাকি মহাকালের অমোঘ শ্রান্তিতে?
পেছনে যা ফেলে আসে-
চরাচরময় দীর্ঘশ্বাসের স্মৃতি
ধরতে না পারা পোনার ঝাঁকের ঝিলিক
চোরা শিকারীর পেতে রাখা ফাঁদ
আর দরিয়া পাড়ের মেয়ের চকিত চাহনী।
আর কতদূর যাবে হে
আর কতদূর উড়বে তুমি
অবিশ্বাসের ভারী বাতাস কি তোমায় নত করেনা?
বিশ্বাসঘাতক আকাশ কি ছুড়ে দেয়নি তোমায়
ঝঞ্জা বিক্ষুদ্ধ অচেনা পরপারে!
এতটুকু সুখের আশায়
আর কত নিজেকে নি:শেষ করবে সোনালী বিকেলে
চুপসে যাওয়া ফানুশেরা
কালো ঢেউয়ের সে অবারিত সাগর
গুহায় ঘটিত রতিক্রম
আর কত শত ফোঁটায় ঝরা বৃষ্টি-
তোমার অবগাহনের শেষ কোথায়?
কার লাইটহাউজ তোমাকে পথ দেখায়?
কোন সে গিটারের সপ্তসুর
তোমার প্রেম ধীরে মুছে দেয়?
ঝড়োবাতাসে সবই উড়িয়ে নেয়
শুধু পড়ে থাকে দ্বিমুখি বা্লুকাবেলায়
এক অবিশ্বাসের ঘায়ে ক্ষয়ে যাওয়া নুড়ি পাথর।
১২/০৮/২০২৩
জার্মানি