
হালুয়া বা খাবারের মধ্যে পিপড়া উঠতে দেখছেন কখনো ?
বন্ধু আমার এর শ্রেণীবিভাজন করছে... এরা নিকি সাধারনত কয়েক পদের হয়ঃ
প্রথমতঃ প্লেটে টোকা দিলে দেখবেন কিছু পিঁপড়া জান-প্রান দিয়া বাঁচাও বাঁচাও বলে ভাগে




দ্বিতীয়তঃ জোরসে টোকা অথবা ঝাঁকি দিলে আরো কিছু ভাগে




তৃতীয়তঃ মেজাজ ত্যাক্ত হৈয়া যখন প্লেট সশব্দে লারা খায় তখন আরো এক সেট ভয় পেয়ে পালায় যায়




এট এন এক্সটেন্ট আমরা কি করি ...?
টিপ দিয়া একটা একটা কৈরা পিঁপড়া মাইরা তারপর খাবার পরিস্কার করি...

আমরা মানব প্রজাতি ঠিক শেষ পিঁপড়া গুলার মতন হালুয়ার প্লেট আকড়ায়া রাখি... মরনের টাইম চৈলা আসে তবুও আমাদের হুঁশ হয় না

ব্যপক আপসুস !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সাম্প্রতিক ভূমিকম্পের ফলে আমার বন্ধুর ব্যাক্তিগত পারসেপশন ছিল এইটা ...
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫