আমার বড় আপু টিভিতে দেখে বলে আচ্ছা ব্লগার মানে কি?
ব্লগারকে শুধু হত্যা করতেছে কেন?
আমি বললাম ব্লগারকে কখনো দেখোনি?
আমার আপু বললো না, মানুষ গুলো বেশিই খারাপ, নইলে কেন তাদেরকে শুধু হত্যা করবে?
তাহলে আমার দিকে তাকিয়ে দেখু আপু- আমিই ব্লগার, আমিই সত্যিকার অর্থে ব্লগের ভক্ত একান্ত চাকরির কাজকে ফাঁকি দিয়ে চুরি করে ব্লগ লিখি,
আমার আপু যখন শুনলো আমিই ব্লগার তখন তার চিন্তার শেষ ছিলনা, আমাকে ধরে সে বললো তুই সত্যি বলতেছো তুমি ব্লগার?
হ্যা আমি সত্যি বলতেছি আমিও ব্লগার।
তাহলে তো তোমাকে তারা মেরে ফেলবে, এখন কি হবে পড়ালেখা করেই তো তোমাকে শেষ করে দিলাম
আমার আপুকে আমি কিছুতেই ব্লগ সম্পর্কে ধারনা দিতে পারিনি কিংবা ব্লগার সম্পর্কে।
কেননা সেই একেবারেই স্কুলের দোয়ার পর্যন্ত যায়নি
তার কথা বাদ দিলাম আমাদের অফিস কলিগ শিক্ষিত মেডামও আজ জিজ্ঞাস করলেন আচ্ছা ব্লগার মানে কি? ব্লগটা দেখতে কি রকম। অথচ তিনি অনলাইনেই থাকেন সবসময়।
তারও একই প্রশ্ন- ব্লগারকে কেন জঙ্গিরা তার্গেক করবে হত্যা করার জন্য, অথচ ফেইজবুকারকে কেন নয়?
আমি বললাম - ইসলাম সম্পর্কে আজে বাজে লেখার কারনে তারা উগ্রবাদিদের তার্গেট হয়,
আজ আমি একজন সত্যিকার অর্থে ব্লগার হয়ে বেশ কিছু জিনিষ আমার খুব অবাক লাগতেছে
উগ্রবাদিরা কেন আইন নিজের হাতে তুলে নিবে? ইসলাম তো কোন ভাবেই মানুষ হত্যা সমর্থন করেনা,
কেনই বা কিছু কমিনিউজম বা মুক্তমনা নামের ব্লগাররা অযথা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ব্লগের সুন্দর পরিবেশ নষ্ট করবে?
নিজের জীবনই বা কেন বিলিন করে দিবে এই ভাবে লেখে?!
আজে বাজে কিংবা অযৌক্তিকভাবে মনগড়া প্রশ্ন করা বা ইসলামকে হেয় মুলক প্রশ্ন করে ধর্মীয় উগ্রবাদিদের উস্কে দেয়ার মাঝে কোন জ্ঞানের বিকাশ ঘটে?
আজ আমি প্রায় একবছর পর ব্লগ লেখার জন্য হাত দিয়েছি কেননা ব্লগের পরিবেশটা একদম নষ্ট করেছে কিছু আনমনা মুক্তমনা নামের লেখকরা। তাই তাদের প্রতি অনুরোধ করবো যেকোন ধর্মের ব্যপারে মন্তব্য করতে সাবধনতা অবলম্বন করুন, ব্লগের পরিবেশ সবার জন্য গ্রহনীয় করে তুলুন। সবাইকে জানতে দিন ব্লগার আসলেই খারাপ কোন ব্যক্তি নয়,