আজ আমার মন ভাল নেই,
কেন ভাল নেই সেটা বুঝতে আমার অনেক দেরী হল
আমার অফিসের এক বন্ধু আজ সকালে এসে আমার কাছে একটা ছবি নিয়ে এসে বলেন
এই ছবি যেন মা দিবসের এক কার্ডের সাথে সংযুক্ত করে দেই।
সে এটা ফেইজবুকে প্রচার করবে।
সে আজ নতুন করে তার মায়ের কাছ থেকে পদধুলি নিয়ে আশির্বাদ নিয়েছে।
তার এই ধরনের কথা আমার মন যেন নড়ে উঠলো, আমি তখন বুঝতে পারি আজ আমার মন কেন ভাল নেই,
আমার মায়ের কথা মনে পড়তে আমার ৩০ বছর জীবনের মা ছাড়া কষ্টের কথা মনে পড়ে গেলো।
আহা! সুখ পাখি আমি কোথায় হারিয়ে ফেলেছি।