নির্লজ্জ এই প্রতারক দম্পতি সাধারণ ব্লগারদের সাহায্যের টাকা দিয়ে ল্যাপটপ আইফোন প্রভৃতি বিলাস বহুল পণ্য কিনে মানবতার দৃষ্টিকনকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করেছে .
এমতাবস্থায় আসুন আমরা সবাই মিলে নিজেরাই আলোচনা করে বের করি আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই প্রতারক গং এর বিরুদ্ধে .
আপডেট ১ > ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৯:০৪
একটু আগে আমার চিটাগাং এর সোর্স সাংবাদিক ছোট ভাই ফোনে আরেকটা ঘটনার কথা বললেন . এরা একুশে হাসপাতালে যে ভর্তি হয়েছিল সেটা একটা বানানো নাটক ছিল . কেবলমাত্র তাত্ক্ষনিকভাবে সাধারণ মানুষের সহানুভুতি আকর্ষণ করার জন্যই এটা করা হয়েছিল .
একুশে হাসপাতালের দ্বায়িত্বশীল একজনের কাছ থেকে এই চমকপ্রদ তথ্যটি জানা গেছে .
আপডেট ২ > ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
আরো কিছু আপডেট এবং ইন্টারেস্টিং তথ্য
1) আমার সোর্স সংবাদিক টিম এখন 99% শিউর এই প্রতারক গং এর ব্যাপারে . শুক্র কিংবা শনিবারের পত্রিকাতে এই সংক্রান্ত রিপোর্ট পাওয়া যাবে আশা করি . যারা প্রতারিত হয়েছেন তারা অনুগ্রহ করে সাংবাদিক টিম লিডার নির্ঝর মজুমদার এর সাথে কথা বলুন .
2) আজকে সন্ধায় কোথায় যেখানে এই প্রতারক গং এর সাংবাদিক সন্মেলন ডাকার কথা বলে হম্বিতম্বি ছিল সেখানে বিকেল থেকেই অনুসন্ধানী রিপোর্টিং ধামাচাপা দেবার জন্য ব্যাপক পায়তারা করছে রোজলিন গং .
3) সবচে মজার ব্যাপার গতকাল রোজলিন এবং সেলাস্তিয়ান পিনারু এই প্রতারণার পুরো ব্যাপারটি ডিসমিস করার উপায় হিসাবে ব্লগ গুলি থেকে তাদের আইডি ব্যান করানোর জন্য পথ খুঁজে দিতে সাংবাদিক নির্ঝর মজুমদার কে সাহায্য করতে বলেছিল , এই বাবদ তারা নাকি বেশ টাকা পয়সাও সাধতেছিল
4) এই প্রতারক গং য়ের শিকার আরো ২ জনকে পাওয়া গেছে .যাদের সাথে রোজলিন প্রায় ৪ লক্ষ টাকার জালিয়াতি করেছে . রিপোর্টে এগুলো ও আসতেছে .
৫) সাইবার ক্রাইম এক্ট অথবা ৪২০ ধারা অর্থাত প্রতারণার অভিযোগ করা সম্ভব এদের বিরুদ্ধে . উকিলের সাথে কথা হয়েছে . ........ আরো আপডেট আসতেছে ..
আপডেট ৩ > ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪১
নিমচাঁদ অথবা জিশান শা ইকরাম আপনাদের কেউএকজন কি আগামিকালকে এটলিস্ট একটা জিডি অথবা কেস থানাতে এন্ট্রি করাতে পারবেন ? প্রতারক চক্রকে শায়েস্তা করতে তাহলে অনেক সুবিধা হয় । লোকালী চিটাগাং এ রোজলিন গং প্রেসার দিচ্ছে অনেক । মাত্র ফোনে আমাকে জানালো সাংবাদিক নির্ঝর. সাংবাদিক নির্ঝর এর ফোন নাম্বার : 01721271621
আপডেট ৪ > ২৪ শে নভেম্বর, ২০১১ রাত 10:০০
1) আজকে অনুসন্ধানী টিম ডাক্তার জীবন চন্দ্র দাসে সাথে এই ভুয়া রোগীর কাগজপত্র [ ২০০৪ -২০১১ ] নিয়ে দেখা করেছেন . ডাক্তারের ভাষ্য এর যা কন্ডিশন তাতে আরো অনেক[ 3/৪ বছর ]পরে চিকিত্সার দরকার হতে পারে . অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত মদ্যপানের দরুনই সেলাস্তিয়ান পিনার একা হাসনা হেনার এই দশা . যার চিকিত্সা চত্রগ্রামেই সম্ভব এবং মাত্র অল্পকিছু টাকাতেই হতে পারে .
২ )অনুসন্ধানী টিম এখন শতভাগ নিশ্চিন্ত যে এই ব্যাপারটা একটি ফ্রড কেস .তারা রিপোর্ট বানাতে তৈরী হয়ে আছে .
3) সাহায্যদানকারী দের কে বিনীত অনুরোধ জানানো হচ্ছে তারা যেন সাহায্য দানের কাগজ্পত্রগুলির স্ক্যান কপি এই সাংবাদিক টিমকে অথবা আমাকে অথবা ব্লগার কৌশিককে ইমেইল করে পাঠিয়ে দেন আজকেই .
এবার আরো কিছু স্কুপ্স
x) রজলিন্দের আলিশান ড্রইং রুমের অন্য কিছুর বর্ণনা দেবার কি দরকার আছে যখন ওখানে শোভা পায় প্রায় হাজার দশেক টাকার প্রমান সাইজের পুতুল . বাকি ফার্নিচার এর মূল্যমান সহজেই অনুমেয় . এভাবে কটাক্ষ করতাম না কিন্তু এই চক্র এরকম কথাও তাদের মেয়ের জবানিতে ব্লগে ব্লগে কেদে ফিরেছে যে বারীয়য়ালা নাকি তাদের নোটিশ দিয়েছে . ওহ ! বাড়িভাড়ার মূল্যমান শুনবেন ? কমপক্ষে ২০০০০ টাকা .
X ) আজকেও বিরাম নেই রোজলিন আর ত্র স্বমীর ফোন করার . স্টিল নাউ 15-২০ বার ট্রাই করে যাচ্ছে এরা ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্য .
হাহাহা
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২৮