আনোয়ার কামাল এবং হানিফ রাশেদিন ভাই।
এরপর আসেন দুর্জয় সাথে
কামরুল বশির ভাইকে নিয়ে। কামরুল বশির ভাইকে সকলে চিনেন সোনালী ডানার চিল নামে। এদিনই তিনি ঢাকায় আসেন। আর আমাদের সাহিত্য আড্ডার উপলক্ষ্যেই চলে আসেন আড্ডায়।
আমাদের একত্রিত ছবি।
শুরু হয় স্বরচিত কবিতা পাঠ।
আনোয়ার কামাল ভাই।
জয় ভাই।
এমদাদুল আনোয়ার।
এ, টি, এম মোস্তফা কামাল ভাই।
কামরুল বশির ভাই।
নেক্সাস ভাই।
আরো কিছু (চিপস খাওয়ায় ব্যস্ত)
সকলে গোল করে দাড়িয়ে।
অনেক দিন পর আমরা এতো স্বতস্ফুর্তভাবে আড্ডা দিলাম। আশা করি সামনের মাসের আড্ডাও হবে আরো জম্পেস। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।