একদিন আমি হাউমাউ করে খুব কেঁদেছিলাম
সেদিন বুঝিনি
আজ এতোদিন পর এসে মনে হয়
যতখানি অধিকার করেছিলাম
তার অনেক অনেকখানিই
কান্নার জলের সাথে
কান্নার শব্দের সাথে
কান্নার লজ্জার সাথে
হারিয়ে ফেলেছিলাম- ঠিক সেদিনই
এই এতো এতো দিন কেবল
মন না মানা বোধ
ভেতরে ভেতরে কোথায় যেনো
সেদিনও একপসলা বৃষ্টি হয়েছিলো
মিষ্টি বাতাস গায়ের উপর ঘাড়ের উপর
উথাল-পাতাল খুব দাপিয়েছিলো
আর আমি হাউমাউ করে খুব কেঁদেছিলাম
১৯/০৮/২০১৪