যা হোক যা বলছিলাম। হেমলক খেয়ে যেহেতু মানুষ মারা যায় আবার সক্রেটিস স্বেচ্ছায় (প্রানদন্ডের রায়ের পর) এই রস খেয়ে মৃত্যূর সাথে আলিঙ্গন করেন, এটাকে অনেকটা আত্মহত্যাও বলা যায়। প্লেটো ছাড়াও তার আরো কয়েক বন্ধু, সুহৃদ তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এতে যুক্তি ছিলো, তিনি বেঁচে থাকলে আরো অনেক কিছু তিনি শিখাতে পারবেন, সকলে জানতে পারবে। কেবল দেশে থাকা যাবে না। তিনি এই পরামর্শ সজ্ঞানে ফিরিয়ে দেন। ফিরিয়ে দেন অনেক যুক্তি দিয়ে তার একটা যুক্তি হলো, সারা জীবন তিনি দেশ আর দেশের আইন কানুনকে শ্রদ্ধা করার কথা বলেছেন, তিনি নিজে কিভাবে তাকে উপেক্ষা করেন।
সে কথা থাক। সেই হেমলক এর সাথে সোসাইটি মিশিয়ে যে 'হেমলক সোসাইটি' তা নিশ্চয়ই কোনো আত্মহত্যা সম্পর্কিত অথবা মৃত্যূ সম্পর্কিত সোসাইটি হতে পারে বলে মনে করে, সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরবো আশা করেছিলাম। সে আশায় গুড়েবালি। ফিরলাম বরঞ্চ আরো দেরী করে। আমার কি আর মনে আছে? কিন্তু শেষ দৃশ্যটা দেখলাম। নায়ক বাবু কিভাবে আত্মহত্যা করতে হবে তার ট্রেনিংসেন্টার খুলেছেন। সেখানে এক পার মাতাল কে নিয়ে যাচ্ছেন। বিষয়টা কি? আগ্রহ জন্মালো আরো।
দেখতে হবে। ঈদের পরের দিন ছুটিতে দেখা যায়। এই চিন্তা থেকেই বসুন্ধরা থেকে কিনে ফেললাম সিডিটা। পাক্কা ১৫০ টাকা নিলো। ৬০-৮০ টাকা পর্যন্ত ঠিক আছে। তাই বলে দিনে-দুপুরে ডাকাতি করে ১৫০ টাকা নিয়ে নিলো। আমিও ততক্ষনে সক্রেটিসের হেমলকে লটকে গেছি। পকেট থেকে কচকচে দুটো ১০০ টাকার নোট বের করে দিলাম। চিন্তা করছিলাম ৫০ টাকার নোট হলে ৩ টা দিলেই হতো। ২০ টাকার হলে ৭টার সাথে আরো ১০ টাকা। আর ১০ টাকার নোট হলে ...... সে থাক। পাঠকরা আমাকে হয়তো এতক্ষনে কঞ্জুস ঠাওরাচ্ছেন। আমি কিন্তু তা নই। তাই বলে মাষ্টার পিস (স্রেফ চাপাবাজি) বলে ১৫০ টাকা হাতিয়ে নিলো।
ঈদের দিন একবার ট্রাই করেছিলাম এক বন্ধুর বাসায়। না হলো না। মাংস বানাও, মাপ-ঝোঁক কত-শত ঝক্কি সামলে কি আর হয়? পরের দিন বসলাম দেখতে। প্রথমেই বুঝলাম প্রথম দৃশ্য কেটে দিয়েছে। আহা কি ছিলো সেই প্রথম দৃশ্য? গানটাও নেই। শিলাজিৎ মজুমদারের সেই জলফড়িং গানটাই নেই। এই বলে মাষ্টার পিস!
এরপর যা যা দেখলাম তার বর্ণনা দিই কিভাবে? আমি কেবল তন্ময় হয়ে দেখেছি। কিছু খটকাও লেগেছে। সেই সব খটকায় নিজেকে আটকে না রেখে আমি আনন্দটাকে চরমভাবে উপভোগ করেছি। গানগুলো দুর্দান্ত!
শুনবেন নাকি?
তবে শুনুন।
https://www.youtube.com/watch?v=0Xo4LjJ527Q
https://www.youtube.com/watch?v=3Auoqe86vyY
https://www.youtube.com/watch?v=qFuqhJFBYDo
https://www.youtube.com/watch?v=Mq9GHbg7xXo
https://www.youtube.com/watch?v=8-SWz-oJZbY
কাহিনী তেমন কিছু না, নায়িকা মেঘনা সরকার (কোয়েল মল্লিক) আত্মহত্যা করবেন, তাকে আত্মহয়ার সবক শেখাবেন আনন্দ কর (পরম ব্রত চ্যাটার্জি) এর হেমলক সোসাইটির প্রখ্যাত শিক্ষকগণ। উদ্দেশ্য দুটি। কিভাবে আত্মহত্যা করা যায় তার প্রক্রিয়া শেখানোর মধ্যে বোঝানো আত্মহত্যা আসলে এতো সহজ নয়। আর কাউন্সিলিং এর মাধ্যমে বোঝানো আমি কত ভালো আছি, আত্মহত্যার আদৌ কি দরকার? নাহ, এর বেশি কিছু বলা যাবে না। দেখুন চমৎকার একটা ছবি। ও পরিচালক শ্রীজিৎ মুখার্জী। ও হ্যাঁ, তিনি কিন্তু অটোগ্রাফ এবং বাইশে শ্রাবণ এর ও পরিচালক।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩৪