মদক তং বা সাকাহাফং বাংলাদেশের সর্বোচ্চ চুড়া । ৩৪৫৪ ফুট । কেওক্রাডং এর উপর থেকে নেয়া ছবি ।
দুরে মদক রেঞ্জ দেখা যায় । মাঝের উচু চুড়াটি জ-ত্লং , দেশের দ্বিতীয় সর্বোচ্চ । ৩৩৩৩ ফুট ।
বামে দুই মাথা ওয়ালা পাহাড়টি দুমলং ,বাংলাদেশে ২য় , ৩৩১৮ ফুট । আর ডানের টা মাইথাইজমা ৬ষ্ঠ (৩১৭৪ ফুট ) কেওক্রাডং এর উপর থেকে নেয়া ছবি ।
দুমলং বামে তারপর মাইথাই আর ডানে মুখরা , দেশের অষ্টম । ৩১৩০-৪০ ফুট।
ক্রিস তং, চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চুড়া , কেওক্রাডং থেকে একটু দক্ষিণে পাসিং পাড়া থেকে নেয়া ছবি । ২৯৯০-৩০০০ ফুট ।
থিনদলতে , দেশের ৭ম । ৩১৪০ ফুট । কেওক্রাডং এর উপর থেকে নেয়া ছবি ।
বড়থলীর পাহাড় , রেংত্লাং । উচ্চতায় ১০ -১২ পজিশণে হবে ।
মেঘে ঢাকা টেবিল পাহাড় কপিতাল , কেওক্রাডং চুড়া থেকে দক্ষিণ দিকে । দেশের ৯ম বা ১০ চুড়া ।
সিপ্পি আরসুয়াং , স্হানীয় বোমদের বিশ্বাস এটা সবচেয়ে উচু পাহাড় !
ছবি তোলা হয়েছে স্যামসং ১১০০ । এ বছর সেপ্টেম্বরে ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২