দুপাশের গাছ-গাছালির ভীড়ে সূর্যের আলো ঠিক মত আসে না অনেক সময়.
আবার কখনও খানিকটা আলো বেশী আসে :
সাদরা / ছত্রি ঝরনা :
কিভাবে যাবেন :
ঢাকা থেকে ( বা যে কোন জেলা থেকে ) প্রথমেই বান্দরবান ,সেখান থেকে বাসে বা জীপে থানচি বাজার । বাসে ভাড়া ২০০ টাকা সময় লাগবে চার ঘন্টা । থানচি থেকে নৌকা ভাড়া করে রেমাক্রি বাজার। রেমাক্রি বাজার টাই রেমাক্রি মুখ, অর্থাৎ যেখানে সাংগু আর রেমাক্রি এক হয়েছে , সেখানে অবস্হিত । আর এই রেমাক্রি খাল ( ভৌগলিক হিসেবে নদী, সাংগুর উপনদী ) ধরে উযানে গেলে পাওয়া যাবে নাইক্ষ্যামুখ । এই নাইক্ষা মুখে এসেই নাইক্ষা ঝিরি মিসেচে রেমাক্রি খালের সাথে । রেমাক্রি ছেড়ে দিয়ে নাইক্ষা ধরে উযানে যেটে যেতে যোগী পাহাড় গিয়ে শেষ হয়েছে এই দূর্গম -মনোরোম ঝিরি !
তবে রেমাক্রি ধরে ঘন্টা দুয়েক গেলেই নাফাখুম পাবেন বোনাস হিসেবে !
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫