ক্ষুদ্রঋণের ব্যবসায়িক সাফল্যের প্রমাণ কি?- ঋন পরিশোধের হার, যা কি না ৯৮%। এটা একটা ম্যাক্রো + কোয়ান্টিটেটিভ তথ্য। এটা অবশ্যই ক্ষুদ্রঋণের ব্যবসায়িক সাফল্যের একটা খুবই শক্তিশালী প্রমাণ। এবার দেখা যাক, এই তথ্য কিভাবে সংগ্রহ+বিশ্লেষণ করা হয়েছে।
Morduch (1999) দেখিয়েছেন যে, এই তথ্য আসলে খানিকটা ‘ইঞ্জিনিয়ারিং’ করা, নন-স্ট্যান্ডার্ড একাউন্টিং পদ্ধতি অনুসরন করে। সেটা কি রকম?- তিনি দেখিয়েছেন যে, Grameen calculates the value of overdue loans by dividing one-year-old amounts in arrears by the current portfolio. Because their portfolio has expanded so rapidly, it is much greater than the one that existed when these same loans first became “at risk.” Correcting the denominator to the one-year-old portfolio, as done in standard banking practices, produces an average default rate of 7.8%, a figure still impressive for a development bank but not for a commercial bank. (বিজনেস টার্মস অনুবাদ করতে গিয়ে কি লিখতে কি লিখে ফেলি।- তাই পুরা বাক্যটা ইংরেজীতেই তুলে দিলাম)।- ১৯৮৫-৯৬ সাল পর্যন্ত গ্রামীনের যে “দেড় মিলিয়ন” ইউএস ডলার মুনাফা দাবী করা হয়, ব্যাংকিং খাতে প্রচলিত একাউন্টিং এর রীতি অনুযায়ী ‘বিতরনকৃত ঋণ থেকে প্রাপ্ত সুদের হিসাব’ সূত্রে তা প্রকৃতপক্ষে ৩৪ মিলিয়ন ডলারের ‘লস’ হিসেবে পাওয়া যায়। এখানে প্রশ্ন আসে, তাহলে গ্রামীন ব্যাংক চলছে কি করে?-
বিদেশী অনুদান গ্রামীনের ফান্ডের একটা বড় সোর্স। তারা অনুদানের অর্থকে তাদের হিসাবের মধ্যে ‘ইনকাম’ এর খাতে ধরে। আরেকটা বড সোর্স হল নামমাত্র সুদে বিভিন্ন সরকারী ও বেসরকারি ঋণ নিয়ে তা মাত্রাতিরিক্ত সুদে বিনিয়োগ করা। এছাড়াও পুর্বোক্ত সময়কালে গ্রামীন ব্যাংক ৪৭+ মিলিয়ন ডলারের ‘অপ্রদর্শিত ভর্তুকি’ পেয়েছে ইকুইটি-মানি ব্যবহার করে। কাজেই, নন-স্ট্যান্ডার্ড একাউন্টিং+ অনুদানের অর্থের অনুল্লেখ দ্বারা গ্রামীন ১৯৮৫-৯৬ সময়ে ব্যালেন্স শিটে সর্বমোট ৮১+ মিলিয়ন ডলারের একটা ‘গোজামিল’ দিয়েছে যাতে ক্ষুদ্রঋণ ব্যবসা-সফল মডেল হিসেবে দেখানো যায়। (এই বিষয়ে এইখানে সাংবাদিকের লিখা একটা সহজপাঠ্য প্রবন্ধ পাওয়া যাবে Click This Link)
আর উপরের বিশ্লষণটা পেয়েছি ক্যাডেট কলেজ ব্লগের মাহমুদ থেকে: http://www.cadetcollegeblog.com/mahmudh/8159
আর এটিও ইউনুসকে একজন সচেতন মিথ্যাবাদী বলার যৌক্তিক কারণ । যেহেতু ইউনুস খুব ভাল ভাবে জানেন তার কার্যক্রম কতটুকু ব্যবসা সফল আর তিনি প্রচার করেন কতটুকু !