অনেক সময় তাবলীগের কর্মী বা হুজুররা উম্মতের ফজীলত বলতে গিয়ে সীমার বাইরে বলে ফেলেন । যেমন একজন হুজুর বয়ান করলেন :
হজরত মুসা আ: একবার বলছিলেন , হে আল্লাহ ! তুমি আমার উম্মতকে মেঘের ছায়া দিয়েছ, আসমান থেকে মান্না - সালওয়া পাঠিয়েছ, আমার উম্মতের চেয়েও উত্তম কোন উম্মত কি রয়েছে ? আল্লাহ তায়ালা বলেছিলেন : মুসা! তুমি জান না , আমি সমগ্র মাখলুকের তুলনায় যতটা মর্যাদাশীল, আমার হাবীব হজরত মুহাম্মদ স: এর উম্মত ও সমগ্র উম্মতের তুলনায় ঠিক ততটাই মর্যাদাশীল .....।
প্রথমত কথাটার কোন সুত্র নেই । তবে সবচেয়ে বড় সমস্য হচ্ছে আল্লাহ তায়ালার মর্যাদা যেমন বেশী -ঠিক ততটা উম্মতের মরযাদাও বেশী । মুসলমানদের আক্কীদা অনুসারে আল্লাহ তায়ালার শান- মর্যাদা - ক্ষমতা - সন্মান কোন কিছুই মাখলুকের সাথে তুলনীয় না । তার সব কিছুই অতুলনীয় । আর এই উম্মতের সাথে অন্য উম্মতের তুলনা মাখলুক- মাখলুক তুলনা , সেটা খালেক - মাখলুকের মত তুলনীয় হতে পারে না ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪