ভারতীয় দাসত্বের আরেক নমুনাঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র লাভের কর দিতে হবে না ভারতীয় কোম্পানিকে
ভারতের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া নিজেদের মুনাফার সম্পূর্ণ অংশই বাংলাদেশ সরকারকে কর না দিয়ে দেশে নিতে পারবে। অর্থাৎ, অন্যদের মতো লভ্যাংশের ওপর কোনো কর দিতে হবে না ভারতীয় এই প্রতিষ্ঠানকে।
বিদ্যুৎকেন্দ্রটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে ১০ বছর পর্যন্ত কোম্পানিটিকে এ কর রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো বিদেশি কোম্পানিকে এ ধরনের কর রেয়াত দেওয়ার ঘটনা এই প্রথম। বিদ্যুৎ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
সূত্রগুলো জানায়, প্রকল্পটির বাস্তবায়ন চুক্তি সইয়ের ক্ষেত্রে এ কর রেয়াতই ছিল এনটিপিসির প্রধান শর্ত। এর আগে এনবিআরের কাছে প্রস্তাব পাঠানো হলেও তা নাকচ করে দেওয়া হয়। পরে সরকারের রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারি এনবিআর কর রেয়াতের সিদ্ধান্ত নেয়। বিদ্যুৎ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়ে আজ-কালের মধ্যেই এনটিপিসিকে চিঠি দিচ্ছে। একই সঙ্গে তাদের আহ্বান জানানো হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পের বাস্তবায়ন চুক্তি (ইএ) সই করার। গত বুধবার এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে।
তবে প্রকল্পের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সইয়ের ক্ষেত্রে এনটিপিসির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আরও একটি বিষয়ে মতভেদ আছে। সেটি হচ্ছে এনটিপিসি বলছে, বিদ্যুৎকেন্দ্রটি প্রতিবার চালাতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য দুই মিলিলিটার হিসাবে জ্বালানি তেল লাগবে। আর বিপিডিবি বলছে, এক মিলিলিটার লাগবে।
জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তেমন কোনো মতানৈক্য হবে না। প্রধান বিষয় ছিল মুনাফার ওপর কর রেয়াতের দাবি। সেটির ফয়সালা হওয়ায় প্রকল্পটি এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খাতওয়ারি কর রেয়াত সুবিধা দেওয়া যেতে পারে, তবে কোনো নির্দিষ্ট কোম্পানিকে এ সুবিধা দেওয়া যুক্তিসংগত নয়। তাঁর মতে, কর রেয়াত সুবিধার ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। কেননা, এ সুবিধা থাকলে লবিংয়ের সুযোগ থাকবে। আর যাঁরা লবিংয়ে সফল হবেন, তাঁরাই কাজ পাবেন।
বর্তমান সরকার বিদ্যুৎ খাত উন্নয়নের যে পরিকল্পনা নিয়েছে, সে অনুযায়ী ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করার কথা। পরিকল্পনা অনুযায়ী, এর অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে আমদানি করা ও দেশের কয়লা থেকে।
ওই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সরকার বাগেরহাটের রামপালে এক হাজার ৩৩৪ দশমিক ২৯ মেগাওয়াট ক্ষমতার সর্বাধুনিক প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় ভারতের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের সরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে। ইতিমধ্যে যৌথ উদ্যোগের একটি কোম্পানি গঠিত হলেও বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের বাস্তব কাজের অগ্রগতি মোটেই সন্তোষজনক নয়।
প্রথমে কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল ২০১৪-১৫ সালে। বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় ইতিমধ্যে তা দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কয়লা আমদানির জন্য বন্দরের ক্ষমতায়ন, সমুদ্র উপকূল থেকে নৌপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণসহ বড় কিছু সমস্যা রয়েছে বলে সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়।
এ ছাড়া এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রকল্প এলাকার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে বলে অনেক পরিবেশবাদী সংগঠন প্রকল্পটির বিরোধিতা করছে।
Click This Link
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন