প্রস্তুতি -ঋষি অরবিন্দ যিনি প্রথম জীবনে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ,একদা কোনো একদিন তিনি পন্ডিচেরীতে তার অনুগামী দের সাথে চা পান করছিলেন এবং বলছিলেন "প্রত্যেক মানুষের কাছ থেকেই কিছু না কিছু শিখবার আছে ।"এমন সময় তাদের সামনে একজন পাগল উপস্থিত হয় ।অনুগামীরা বলে গুরুদেব এই পাগলের কাছ থেকেও কি কিছু শেখা যায় ?নিশ্চই যায় এই বলেই ঋষি অরবিন্দ তার চায়ের ভান্ড টি পাগলটির হাতে তুলে দিলেন ।পাগল টি চা পূর্ণ ভান্ড টি নিল ,দেখল ,তারপর সম্পূর্ণ চা মাটিতে ফেলে ঋষি অরবিন্দ এর হাতে দিয়ে চলে গেল ।ঋষি অরবিন্দ বলিলেন -এই পাগল টি আজ আমায় এক সুন্দর শিক্ষা দিল ।পাগল টি আমায় বলল মন টাকে এই ফাকা চায়ের ভারটার মতো রাখতে যাতে সমস্ত নতুন কিছু আমি আস্বাদন করতে পারি ।
এই নতুন কিছু আস্বাদন করতে আজ থেকে ৫০০০ বছর পিছনে ফিরে যাই ......যে সময় মানুষ কে এই ভূমিতে তার জাতি ,ধর্ম অনুসারে সম্মোধন করা হত না ...এমনকি তাদের মানুষ বলেও সম্মোধন করা হত না ....তাদের বলা হত "অমৃতের পুত্র "।
নিচের সমস্ত গান বা স্ত্রোত আজ থেকে আনুমানিক ৫০০০ থেকে ৭০০০ বছর আগে লেখা হয়েছিল ।
১)উপনিষদ থেকে স্ত্রোত টি গেয়েছেন শর্মিলা রয় । গানটিকে পিটার ব্রুকস তার তৈরি নাটক মহাভারতে ব্যবহার করেছিলেন ।
গানটির নাম "সৃন্বান্তু বিশ্বে অমৃতাস্য পুত্র "মানে হল "একক বিশ্বের (এই বিশ্বের সমস্থ কিছুই এক ) অমৃতের পুত্ররা .
২)এইবারের স্ত্রোত টি ঋক বেদের ।স্ত্রোত টিতে সুরদান করেছিলেন রবি ঠাকুর ।তবে তা সাম বেদিও সুরের মতই ছিল ।গায়ক -শ্রীকান্ত আচার্য ।
৩)উপরের দুটি স্ত্রোত শুনেছেন তো ?স্কিপ করবেন না ।না শুনলে ,শুনে নিন।এটা কিন্তু একটা জার্নি ।মিউজিকাল জার্নি ।স্ত্রোত গুলির ভিতরকার দর্শন গুলি ব্যাখ্যা করে পোস্ট টাকে আর ভারিক্কি করব না ।এটা শুধু মাত্রই একটা মিউজিকাল জার্নি।
যদি উপরের স্তোত দুটি শুনে থাকেন তবে আপনার মন এখন সৎ -চিত -আনন্দে ভারপুর ।এখানে একটা কথা বলে দি -বেদান্ত মতে প্রতিটি মানুষই অমৃতের পুত্র বা ইশ্বর ।শুধুমাত্র মহাবিশ্ব এবং নিজেকে অভেদ দেখে জ্ঞান অন্বেষণের মাধ্যমে সৎ -চিত -আনন্দ অবস্থা বা ইশ্বর অবস্থা প্রাপ্ত হতে পারে ।
গায়িকা -দুইটি আমেরিকান বোন ।যাদের পরিচয় আমি জানি না ।
জার্নি টা এখানেই শেষ ।
যাদের এই জার্নি টা ভালোলাগবে তাদের জন্য আরো কয়েকটা ।
১)গায়িকা টিনা টুর্নার ।গান -শান্তি মন্ত্র ।
২)এটা একটা ট্রান্স ।ইসরাইল এর কোনো এক ডি জে বানিয়েছে ।
ডাউনলোড লিংক -
Click This Link
৩)গায়িকা -সেই আমেরিকান বোন দুটি ।যাদের পরিচয় আমি জানি না ।স্ত্রোত -উপনিষদ ।
৪)ব্যান্ড -এনিগমা ।গান-লক্ষ্মী মন্ত্র ।শ্রদ্ধেয় ব্লগার ইমন জুবায়ের এই গানটি নিয়ে আলাদা একটি পোস্ট লিখেছিলেন ।একটু খুঁজে দেখে নিতে পারেন ।