মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীরও বেশে ভ্রম কেন অকারণে।
মন চলো নিজ নিকেতনে।
বিষয়-পঞ্চক আর ভূতগণ সব তোর পর
কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপনজনে
মন চলো নিজ নিকেতনে।
সত্যপথে মন কর আরোহণ, প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন গোপনে অতি যতনে
লোভ-মোহাদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব সমশন
পরম যতনে রাখোরে প্রহরী শম,দম দুইজনে
মন চলো নিজ নিকেতনে।
সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম
পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থনিবাসী জনে।
যদি দেখ পথে ভয়েরও আকার
প্রাণপণে দিও দোহাই রাজার
সে পথে রাজার প্রবল প্রতাপ, শমণ ডরে যার শাসনে।
মন চলো নিজ নিকেতনে।
সংসার বিদেশে বিদেশীরও বেশে ভ্রম কেন অকারণে।