এক ব্লগারের ব্লগে পড়ছিলাম সেদিন -গেরামীণফুনে র ইন্টারনেট। মাসের ঠিক টাইমে ভ্যাট-চ্যাটসহ বিল আদায় কৈরা নিব। সার্ভিস দেওনের বেলায় কোনো মাথাব্যথা নাই। ১০-১৫ মিনিট পর পর লাইন ডিসকানেক্ট হয়া যায়। ৫ মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড কর্তে জান বাইর হওয়ার দশা। অভিযোগ জানাইতে গেলে প্রথমে তারা বলবে ১ চাপুন, তারপর বলবে ৩ চাপুন, এরপর বলবে ৬ চাপুন (এই পর্যায়ে ওই কন্ঠধারীরেই (চা) পুন মারার তীব্র ইচ্ছা জাগে), যাহোক তারপরে ওদের কী এক্টা প্যাকেজ বাজারে আইসা বাল ফেলছে তার বর্ণনা শুনাইবো। ওইদিকে চায়নার ২ নম্বরী কোম্পানি গো লগে তারা বাঁধছে গাঁটছড়া। আমজনতারে তারা ওয়্যারলেস মডেম খাওয়াইতে চায়। সেই মডেম কিনে চোখে আন্ধার দেখি। হেল্পফাইল দূরের কথা, প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নামগন্ধও থাকে না মডেমের গায়ে।
এখন আবার বিজ্ঞাপনের ফাকে ফাকে বলা চেচাইয়া বলা হচ্ছে 'জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করতে পারেন আপনিও। আপনার নকশা করা জার্সি পরে মাঠ কাঁপাতে পারেন মাশরাফি-সাকিবরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দলের জার্সির নকশা প্রতিযোগিতা।' হায়রে হারামির ব্যবসারে! প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘জার্সি উৎসব ’।
যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়।
আজ সারা দিন এই হারামীর ফোনের নেটওয়ার্ক যুইত মতো পাই নাই। তার মনের বিষ মিশাইয়া এই ক্যারিক্যাচারখানা কর্লাম! অনেক দিন পর ব্লগে আইলাম। সবার শইলডা ভালা?
গেরামীণফুনের ইন্টারনেট ঝামেলায় কে কে আছেন জায়গা থেইক্কা আওয়াজ দেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩০টি মন্তব্য ২৫টি উত্তর


আলোচিত ব্লগ
"মা বড় নাকি বউ বড়", প্রসঙ্গ এএসপি পলাশ সাহার মৃত্যু
এএসপি পলাশ সাহার আত্মহত্যা নিয়ে অনলাইন গরম। কেউ মা'কে দোষারোপ করছে কেউ বউকে। আর কেউ অভাগা পলাশকে দোষ দিচ্ছে। অনেকটা শাবানা জসিমের বাংলা ছবির মতো, "মা বড়... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সেই এফ-১৬
শর্ত ছিল, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্যই ব্যবহার করা যাবে। পাক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানগুলির উপর নিয়মিত নজরদারির বন্দোবস্তও ছিল চুক্তিতে। কিন্তু তা ফাঁকি দিয়েই ভারতের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
কেন আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই....
কেন আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই....
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে কয়েক হাজার মানুষকে গুম-খুন করেছে, লাখ লাখ মানুষকে নিপীড়ন করেছে। সারাদেশে তুমুল বেগে লুটপাট চালিয়েছে এবং... ...বাকিটুকু পড়ুন
অদৃষ্ট (ছোটগল্প)
বাসা থেকে বের হওয়ার সময়ই আব্বার সাথে দেখা। আমাদের পুরাতন ঢাকার এই জীর্ণ পুরাতন বাড়ির একটাই ভালো দিক, মাঝখানে একটা পেয়ারা গাছ নিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল উঠান। পেয়ারা গাছের নীচে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির রাজনৈতিক ভবিষ্যত কি?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামে যে দল গঠন করেছিলেন, তা থেকে বিএনপির অবস্থান যোজন যোজন দুরত্বে। তবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে সুশাষন প্রতিষ্ঠিত না করলেও বিএনপির বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন