চ্যানেল আই এর একটি টকশোতে সাংসদ নিলুফার চৌধুরী মনি বলেন "...২৫ শে মার্চ আমি দেখিনি। ১৯৭১ সাল আমার মনে নেই, হয়ত জন্ম হয়েছে । কিন্তু ২৫ শে ফেব্রুয়ারী এবং ৫ ই মে। ২৫ শে ফেব্রুয়ারী আমি খুব কাছে থেকে দেখেছি, আমার বাসা ওখানে। আর ৫ ই মে কালকে... ( উপস্থাপক শুধরিয়ে দেন, কালকে না পরশু)..."
কিউরিয়াস মাইন্ডস ওয়ান্ট টু নো:
উনিও কি ওনার নেত্রীর মত জন্মদিন নিয়ে কনফিউজড?
নাকি একই কাহিনী দিয়ে সবাই স্ক্রীপ্ট তৈরী করাতে সবকিছু গোলমাল পাকিয়ে গেছে!!
নাকি এই সাক্ষাৎকারটির মত আবার অলৌকিক কোন বিষয়!!
এবারে ব্লগার মনির হাসানের কাছ থেকে একটি প্রাসঙ্গিক কৌতুক:
মামায় দাবী করছে সে হাজার হাজার রয়েল বেঙ্গল টাইগার দেকছে।
ভাগিনা কয়, না এইটা চাপা ।
মামা কয়, না চাপা না হাজার হাজার না হইলেও একশটাতো দেখছি।
বজ্জাত ভাগিনা কয়, না মামা তুমি চাপাবাজ, তুমি কিছুই দেখনাই ।
মামা কয়, না আমি দেখছিই। একশটা না হইলেও পঞ্চাশ’টা তো হইবো ।
ভাগিনা কয়, তুমি কিছুই দেখনাই, চাপা পিটাইতেছ ।
মামা কয়, পঞ্চাশটা না হোক, দশটা তো হইবোই ।
বজ্জাত ভাগিনা কয়, না তুমি একটা বাঘও দেখনাই ।
মামায় খেইপা গিয়া কয়, একটাও যদি বাঘ না থাকব তাইলে কাঠাল পাতাটা নড়লো ক্যামনে ?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ সকাল ১০:১৩