আমি একটুও অবাক হবনা যদি দেখি একটি রবীন্দ্রসঙ্গীতের প্রথম পংক্তি (ধরুন: এই করেছ ভাল, নিঠুর হে.. এই করেছ ভাল) দিয়ে এক প্রেমিক তার প্রেমিকার প্রতি খুব কষ্ট নিয়ে সুইসাইড নোট শুরু করেছে, আবার সেই একই পংক্তি আকুল করেছে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনারত এক ভক্তকে। আমরা জানি, রবীন্দ্রসঙ্গীতে বিভিন্ন পর্যায়ের সঙ্গীত রয়েছে। পূজা পর্যায় (স্রষ্টার প্রতি নিবেদন) , প্রকৃতি পর্যায় (প্রকৃতির প্রতি নিবেদন), প্রেম পর্যায় (সৃষ্টির প্রতি নিবেদন, যাকে আমরা প্রিয়তম বা প্রিয়তমা'র প্রতি নিবেদনও বলে থাকি) ইত্যাদি বিভাগ রয়েছে। মজার বিষয় হল, এই পর্যায় বিভাগ কোন শৃঙ্খলিত নিয়মকানুনে আবদ্ধ নয়। পূজা পর্যায়ের গানেও একজন শ্রোতা ডুবে যেতে পারে প্রেমের গহীন জগতে, হতে পারে সে প্রেম মানব-মানবী প্রেম। 'দাদার কীর্তী' নামক একটি ছবিতে হেমন্তের গাওয়া অসাধারন এরকম দুটি গান যা পূজা পর্যায়ের হলেও আমাদের মত জাগতিক প্রেমের মনকে দোলা দেয় আমাদেরই অগোচরে।
প্রথম গান:
এই করেছ ভালো, নিঠুর,
এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো।
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।
যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো।
লিংক: https://www.youtube.com/watch?v=y3eszVfp-aA
দ্বিতীয় গান:
চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।
জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে,
বক্ষে ধরিবো জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।।
স্খলিত-শিথিল কামনারও ভার,
বহিয়া বহিয়া ফিরি কত আর
নিজ হাতে তুমি গেঁথে নিও হার,
ফেলো না আমারে ছড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।।
চিরপিপাসিত বাসনা বেদনা,
বাঁচাও তাহারে মারিয়া।
শেষ হয় যেন, হয় সে বিজয়ী,
তোমারই কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দিনো আপনারে,
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে।
তোমারই করিয়া নিও গো আমারে,
বরণেরও মালা পরায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।।
জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে,
বক্ষে ধরিবো জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।।
লিংক: https://www.youtube.com/watch?v=p8teED6n23k
ভালোলাগার আরও দু'টি রবীন্দ্রসঙ্গীত:
১.
ইন্দ্রানী সেন ও শ্রাবনী সেন দুজনেই ভালো গেয়েছে গানটা।
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
https://www.youtube.com/watch?v=OvPgX4CYd6o
২.
সুমনের কন্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে আমি যারপরনাই বিমোহিত হয়েছি।
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা...
https://www.youtube.com/watch?v=Li6cujBGpEo
আনন্দধারা বহিছে ভূবনে....
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩