লক্ষ লক্ষ ওয়েব সাইট নিয়ে তৈরী আমাদের এই অন্তর্জাল পৃথিবী। প্রতিদিন ইন্টারনেটে অগনিত পরিদর্শকের পদচারণা হলেও এমনও বহু আকর্ষনীয় এবং রহস্যপূর্ণ সাইট রয়েছে যা দর্শকের কাছে সম্পূর্ণ অপরিচিত। অন্তর্জালের বিভিন্ন প্রান্তে পরে থাকা এসব অনাবিস্কৃত ও দর্শক প্রত্যাশী সাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে পেজে ভিজিটরের সংখ্যা অবিরত হালনাগাদ করে থাকে।
ইন্টারনেট হচ্ছে এমন একটি স্থান যেখানে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ বজায় রাখা, চিত্তবিনোদন করা, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান আরোহনের জন্য উপযোগী ও অপরিমেয় লাভজনক স্থান।
সুপ্রিয় ব্লগার আমার এই পোস্টে নেটওয়ার্কের ২১ টি আকর্ষনীয় সাইটের লিংক দেয়া হলো যদি কখনো দুর্ভাগ্যবশত আপনার কর্মময় বা কর্মহীন জীবনে একঘেয়ামী , বিষন্নতা বা বিমর্ষতা ছেয়ে আসে তাহলে অন্তত একবার আমার দেয়া সাইটে ভিজিট করুন। আশাকরি সময়ের জন্য হলেও অবসাদ থেকে মুক্ত হয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাবেন।
১. এখানে আজ।
2.দুই মিনিটের জন্য নিজেকে আলগা করুন।
৩.আপনার শৈল্পিক দিক আবিষ্কার করুন।
৪.বৃষ্টি পড়ার শব্দ শুনুন।
৫.বর্গক্ষেত্র টিপে মিউজিক সৃষ্টি করুন।
৬.ঈল মাছ দিয়ে আঘাত করে নিজ ভুলের প্রায়চিত্ত করুন।
৭.নিজেকে শিল্পী পিকাসো হিসেবে রূপান্তর করুন।
৮.কুয়াশাচ্ছন্ন একটি ছবি আঁকুন।
৯.লুপ উৎসব।
১০.এ যেন বিড়াল বৃষ্টি।
১১.আপনার কি-বোর্ডের অক্ষরগুলোকে অ্যানিমেশনে রুপান্তরিত করুন।
১২.নিজেকে তৈল চিত্রশিল্পী জ্যাকসন পোলকে রুপান্তরিত করুন।
১৩. মিথস্ক্রিয় মানচিত্রের সাহায্যে মঙ্গল পৃষ্ঠ অন্বেষণ করুন।
১৪.সংযোগ বিচ্ছিন্ন করার একটি স্থান।
১৫.ফটো -অবিরাম।
১৬.সম্মোহিত অবস্থায় ভাসমান এক মানুষ।
১৭.নোড বৃত্তগুলো একত্রিত করে শব্দ তৈরী করুন।
১৮.শৈল্পিক ভার্সনে বিগ ব্যাং।
১৯.কীট নাচ।
২০.ফর্ম করে মিউজিক শুনুন বিরামহীন এবং চিরকাল।
২১.আসক্তি সৃষ্টিকারী সাইট। এলোমেলোভাবে কর্সার নড়াচড়ার মাধ্যমে উপভোগ করুন হাজারো ফটো।
২২.শূণ্যে বিস্ফোরণ।
সকলকে ধন্যবাদ।