কয়েকদিন আগে অনলাইন থেকে বেশ কয়েকটি ভালো ভালো সাইট সংগ্রহ করে সেগুলো পোস্ট আকারে দিয়েছিলাম। সাইটগুলো নিঃসন্দেহে উপকারী সাইট ছিল এবং সন্মানিত ব্লগারগন অনেক আগ্রহ নিয়েই পোস্ট পড়েছেন এবং মন্তব্যের আকারে তাদের মতামত জানিয়েছেন এবং অনেকেই তাদের প্রিয় তালিকায় পোস্টগুলো অন্তর্ভুক্ত করেছেন । যাহোক সেদিনের সংগ্রহের তালিকায় আরো বেশ কয়েকটি আকর্ষনীয় সাইট ছিল কিন্তু পোস্ট বড় হয়ে যাবার আশংকায় সাইটগুলো সংযোজন করা সম্ভব হয়ে উঠেনি যা আজকে পোস্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব । তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
Chronme.com
১. অনলাইন স্টপওয়াচ । শুরু বন্ধ এবং রিসেট করার সুযোগ সুবিধা রয়েছে এই স্টপওয়াচে।
http://www.chronme.com/
Fliptitle.com
২. এই সাইটের বক্সে কোনো অক্ষর লিখলে সেটাকে উল্টো দেখা যায়। কৌতুক হিসাবে বিভিন্ন সাইটের প্রফাইলে এই উল্টা অক্ষর ব্যবহার করা যায় ।
http://fliptitle.com/
Sitevolume.com
৩. ইউ টিউব, টুইটার, মাইস্পেস এবং ফ্লিকার এর মত জনপ্রিয় সাইটে ব্যবহার করার মত বিষয় পাওয়া যাবে এই সাইটে ।
http://silveos.com/
Expatistan.com/cost-of-living
৪. এই সাইটের সাহায্যে দুটি শহরের মধ্যে জীবনযাত্রার ব্যয় তুলনা করা যায়।
http://www.expatistan.com/cost-of-living
Alarmcocky.com
৫. অনলাইন এল্যার্ম । মোরগের ডাক শুনে ঘুম থেকে উঠার মজাই আলাদা । যদি আপনি চান, এখানে মোরগের ডাক শুনে আপনার প্রত্যাহিক দিবস শুরু করতে পারবেন।
http://www.alarmcocky.com/
Funphotobox.com
৬. এটি একটি চমৎকার সাইট যেখানে অতি সহজে আপনার ছবি বা ইমেজ এডিড করে অথবা এখানে দেয়া পোস্টারে ছবি বসিয়ে অ্যানিমেশন ছবি বানাতে পারবেন।
http://funphotobox.com/
Closr.it
৭. এই সাইটে ছবি আপলোড করে ছবির জুম বাড়ানো বা কমানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
http://www.closr.it/
Resizeyourimage.com
৮.এই সাইটে যে কোনো ছবির সাইজ বাড়ানো বা কমানো অথবা চতুর্দিকে ছবিকে ঘুরানো যায়।
http://resizeyourimage.com/
Funnylogo.info/create.asp
৯. এই সাইট থেকে আপনার পছন্দের লেগো বানিয়ে নিতে পারবেন।
http://funnylogo.info/create.asp
Emoticu.com
১০. আপনার ছবিটি অ্যানিমেশনকৃত ইমোটিকনে কনভার্ট করতে চাইলে এই সাইটে চলে আসুন।
http://emoticu.com/
Pixlr.com/editor
১১. অনলাইনে ছবি সম্পাদনা করার মত চমৎকার আরেকটি সাইট। যদিও এই সাইটটিকে ফটোশপ বলে মনে হয় কিন্তু আসলে তা নয়।
http://pixlr.com/editor/?loc=es
www.kn3.net
১২. অনলাইনে ছবি আপলোড করার একটি সাইট।
http://www.kn3.net' target='_blank' >http://www.kn3.net
Lyrster.com
১৩. এই সাইটে দেয়া শক্তিশালী লিরিক সার্চইঞ্জিনের সাহায্যে খুঁজে আপনার পছন্দের গানটি শুনতে পারবেন।
http://www.lyrster.com/
Media.io
১৪. এই সাইটে আপনার ফাইলটি অডিও অনলাইনে ফরমেট করতে পারবেন।
http://media.io/
Canal-metro.com
১৫. এই সাইটটি আন্তর্জাতিক হোটেল গাইড বা ডিরেক্টরি।
http://metroguide.net/
Alconversions.com
১৬. কনভার্টার সাইট।
http://www.allconversions.com/
Thesitecanvas.com
১৭. বিভিন্ন শৈলী ও ডিজাইনের সাহায্যে ফেসবুকের চমৎকার কভার বানাতে এই এই সাইটের জুরি নেই।
http://thesitecanvas.com/
Coverphotoz.com
১৮. এখানে দেয়া সরঞ্জামের সাহায্যে বিভিন্ন শৈলী ও টেক্সের সমন্বয়ে আপনার ফেসবুকের কভার বানিয়ে ফেলুন।
http://www.coverphotoz.com/
Interfacelift.co
১৯. ডাউনলোড করুন নানা রকমের ওয়ালপেপার, আইকন, থিম, সংবাদ ইত্যাদি।
http://interfacelift.com/
Pdftowordconverter.net
২০. এই সাইটে আপনার পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন।
http://www.pdftowordconverter.net/
Html-pdf-converter.com
২১. এইচ টি এম এল ফাইলকে পিডিএফ ফাইলে রুপান্তরিত করতে সাহায্যকারী অপর একটি সাইট।
http://www.html-pdf-converter.com/
Viewlike.us
২২. এই সাইটের বদৌলতে আপনার সাইটটি বিভিন্ন রেজুলেশনে দেখতে পারবেন ।
http://viewlike.us/
Simplecountrycodes.com
২৩. বিদেশে ফোন করতে চাইলে সে দেশের আন্তর্জাতিক কোড নং এই সাইড থেকে সংগ্রহ করতে পারবেন ।
http://www.simplecountrycodes.com/
পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:১৫