আচ্ছা, কাঁদো তুমি !
যতোটা পারো, কেঁদে নাও।
কত আর কাঁদবে - এক বুক, এক নদী, এক সাগর?
এক পৃথিবী কাঁদলে তো থামবে? থামতে হবে।
নাও, দু্ঃখ ভিজিয়ে নাও,
ভারী হয়ে ঝরে ঝরে যাবে তারা।
নাও, ভাসিয়ে নাও সব অভিমান -
জড়ো ছিলো যতো।
দাও ভাসিয়ে বুকের জমানো ক্ষোভ,
হৃদয়হীন কথাবার্তাদের।
আরো ভালো হয় - যদি ভাসিয়ে দিতে পারো অতীত,
দু:সাহসী ভুল কিছু।
ভেবো না সব ভাসিয়ে ভেসে যাবে তুমিও,
শুধু একটু রেখো খেয়ালে -
দেখো, খুব সাবধানে, ভালোবাসারা না আবার ভেসে যায় যেন।
বড্ড আকাল, এই খরা মৌসুমে, নিষ্পাপ আদুরে ভালোবাসার।।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৭