ব্যাপারটা এখনো তেমন একটা পরিচিতি না পেলেও এবং গুগলের ক্রোম আসতে বছর খানেক সময় লাগলেও এরই মধ্যে কয়েকটি কোম্পানি ক্লাউড বেজ্ড হোস্টেড ওয়েস ছেরেছে অনলাইনে। চেষ্টা করে দেখতে পারেন। আমার মজাই লেগেছে।
গ্লাইড ও.এস
মোটামুটি ১০ গিগা ওয়েব স্পেস দেবে আপনাকে দরকারি ডকুমেন্টস রাখার জন্য। এর নিজস্ব ওয়ার্ডপ্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ইমেইল ক্লায়েন্ট সহ অনলাইন মিটিং করার ব্যাবস্থা রয়েছে। আরো রয়েছে মিউজিন প্লেয়ার এবং বেসিক ফটোএডিটর। ২৫০ টি ফাইল ফর্ম্যাট সাপোর্ট করছে আপাতত।

ট্রাই করতে চিপি দিন
ঘোষ্ট
ইসরাইল এবং প্যালেস্টানিয়ান প্রোগ্রামারদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে ঘোস্ট। অফিস স্যুইটের জন্য গুগল ডক্স এবং জো.হো. ব্যাবহার করা হয়েছে এখানে। যদিও গ্লাইড ও.এস অনেকটাই দ্রুত চালু হয়, আমার কাছে ঘোস্টকেই আকর্ষনিও মনে হয়েছে। ইমেইল ক্লায়েন্ট, মিউজিক প্লেয়ার, ফ্লিকার সার্চ, মেসেন্জার সহ এটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েব ও.এস মনে হলো আমার কাছে। এর বিল্টইন ব্রাউজারটি ফাটাফাটি।
১৫ গিগা স্টোরেজ স্পেস দিচ্ছে ফাইল রাখার জন্য।

ট্রাই করতে চিপি দিন
স্টার্টফোর্স
১ গিগা স্টোরেজ স্পেস, নিজস্ব ওয়েব ক্লায়েন্ট, ওয়ার্ডপ্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, মেসেন্জার এবং অডিও প্লেয়ার নিয়ে এটা অনেকটাই স্ট্যাবল একটি সিস্টেম।

ট্রাই করতে চিপি দিন
আরো বেশ কয়েকটি ওয়েবটপস্ বা হোস্টেড ও.এস পাবেন নিচের লিংকটিতে গেলে। এই পোস্টটি পুরাই কপি করা হয়েছে এখান থেকে

9 Web-Based Office Productivity Suites