সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে আওয়ামী পেটুয়া বাহিনীর সর্দার কুলাঙগার এডিসি হারুন ও বিপ্লব কুমারকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্পেশাল থেরা্পি দেওয়ার জন্য সেখান সার্বক্ষনিক উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রীলীগের নেত্রী মক্ষিরানী পপি আক্তার

বার্তা২৪ ডটনেটের স্টাফ রিপোর্টার ও ফটোসাংবাদিক রাজারবাগ হাসপাতালে গিয়ে সেখানে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফা আক্তার পপিকে দেখতে পান। পপি এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তার সেবাযত্নের তদারকি করছিলেন।
এ সময় এসি বিপ্লব সরকার বার্তা২৪ ডটনেটকে বলেন, “আপনারা টেলিভিশনে শুধু আমার গালিগালাজটা দেখেছেন। ফারুক যে আমাকে কিভাবে গালিগালাজ করেছে, তা আপনারা শোনেননি। আর টেলিভিশন চ্যানেলগুলো তা প্রচারও করেনি।’’
এ সময় বার্তা২৪ ডটনেটের রিপোর্টার ‘থাপরাইয়া তোর দাঁত ফেলে দেবো’- বিরোধীদলীয় চিফ হুইপকে এ ধরনের কথা বলা ঠিক হয়েছে কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা কোনো জবাব দেননি। তবে সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি মন্তব্য করেন, ‘‘থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেয়াটাই উচিত ছিল।”