বিভিন্ন প্রয়োজনে জাতীয় দৈনিকের ভিন্ন ভিন্ন জেলা/উপজেলার অনেক রিপোর্টার এর সাথে আমার পরিচয় আছে যারা সাংবাদিক পরিচয়ে এলাকা দাবড়ে বেড়ায়। এরা প্রকৃত পক্ষে স্কুলের গন্ডি ও পার হতে পারে নি ঠিক মত।
সাধারন জ্ঞান, নিজ এলাকা অথবা দেশের বিভিন্ন স্থান সম্পর্কে নুন্যতম জ্ঞান ও এরা ধারন করে না। শুধুমাত্র দলীয় বা মুখ পরিচিতের সুত্রে ও লবিং এ এরা সাংবাদিক .....
এদের মূল কাজ বিভিন্ন বিষয়ে চাঁদাবাজি করা। পত্রিকায় সংবাদ প্রকাশ করা হবে হুমকিতে টাকা খাওয়া।
আজকের মানবজমিনের একটি সংবাদ দেখে অবাক না হয়ে পারলাম না।
কমন সেন্স থাকলে কেউ একাজ করতে পারে না।
খবরের লিঙ্কঃ জিনের মসজিদ
জ্বীনের মসজিদ প্রকৃত পক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় অবস্থিত।
কিন্তু জনাব বাদল সাহেব সরাসরি নোয়াখালি উল্ল্যেখ করে বসে আছেন আর ছাপার সময় বিভাগীয় সম্পাদক সেটা সংশোধনের ও ব্যবস্থা করেনি।
কিভাবে করবে? সম্পাদক নিজে ও বাঁদরের মত। দুঃখিত বাদলের মত।
উল্লেখ্য জ্বীন বানান ও ভুল আছে
