শাহজালাল বিমানবন্দরে ১০ টি স্বর্ণের বারসহ হাজি আটক
.
.
.
.
.
.
.
.
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায়শ স্বর্ণের চালান ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়না। শুধু স্বর্ণের বার উদ্ধারের খবরই গণমাধ্যমে প্রকাশ পায়।
কিন্তু শনিবার ১ কেজি ১৯০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ সুরুজজামান (৫২)নামের এক হাজিকে আটক করেছে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। সুরুজজামানের বাড়ি রাজধানীর শান্তিনগরের জোনাকী গলিতে।
বিমান বন্দর এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটককৃত সুরুজজামান হজ শেষে দুপুর আড়াইটার দিকে সৌদি এয়ারলাইনসের এসবি ৮০৬ বিমানযোগে ঢাকায় আসেন। বিমান বন্দর নেমে তিনি গ্রিন চ্যানেলও অতিক্রম করেন। বিকেলে তিনি লাগেজ নিয়ে বোডিং পাস করার সময় আর্মড পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ তল্লাশি করে ১ কেজি ১৯০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Click This Link


ভয়ংকর সুন্দর
" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে... ...বাকিটুকু পড়ুন
এখনো নদীপারে ঝড় বয়ে যায় || সোনারুর কণ্ঠে আমার লেখা ও সুর করা গানের এ-আই কভার
এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ... ...বাকিটুকু পড়ুন
জীবনে বিফল হলে, নিচের মানুষটির ছবি দেখবেন
মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ভবিষ্যৎ
বাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন