১৮+++ লিংকে ভরপুর, বাচ্চারা তফাত যাও
[অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত শ্রমিক ভাইবোনদের জন্য আমার এ লেখা। কিন্তু তারা আমার এ লেখা পড়ার কোন সুযোগ পাবে না। আপাতত তাদের পরিবারের সিদ্ধান্তগ্রহনকারীদের জন্য এ লেখা। ]
সকল ঘটনা-দুর্ঘটনার পর অবশেষে সৌদি আরব বাংলাদেশ থেকে লোক নিতে সম্মত হয়েছে। বর্তমান বেকারত্বের প্রেক্ষাপটে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক।আমরা সৌদি-আরব সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানাই।তাদের নেয়া উদ্যোগগুলো হল-
১। প্রাথমিকভাবে মহিলা গৃহকর্মী, ড্রাইভারদের নিয়োগ দিবে
২।কারো ১ টাকাও খরচ হবে না।
৩। নিয়োগ কর্তা আবাসন খরচ বাবদ শ্রমিক প্রতি ৮০০ ডলার খরচ করবে।
মহিলা কর্মী হিসেবে সৌদি যেতে চাইলে আগে ভাগেই সব জেনে শুনে যাওয়া ভাল।
বিস্তারিত ১
বিস্তারিত ২
ইউটিউব লিংক http://www.youtube.com/user/juvevip
২ ও ৩ নং শর্ত দেখে খুশি হয়েছিলাম আবার খবরের শেষদিকে দেখলাম সৌদি প্রতিনিধিদল বায়রার সাথেও দেখা করেছে । বায়রাকে ( আদম ব্যবসায়ীদের সংগঠন)এড়িয়ে সরকার শ্রমিকদের জন্য কোন উপকার করতে পারবে কিনা সন্দেহ।
বিস্তারিত পড়ুন
নতুন যারা সৌদিতে আসবেন তাদের জন্য এই বইটি উপকারে আসতে পারে।
নতুন অভিবাসী কর্মীদের জন্য শুভ কামনা রইল।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯