ইতিমধ্যে ২৯ তম বিসিএসের ভাইভা শেষ হয়ে গেছে। ফরম কেনার রসিদ না থাকার কারনে কয়েকজন পিএসসি সদস্য বেশকিছু প্রার্থীর পরীক্ষা নেয়নি- যা খুবই দুঃখজনক। এরকম হতভাগা প্রার্থীর সংখ্যা প্রায় ১৫০ র মত।
শুনা যাচ্ছে পরীক্ষার ফলাফল বহু আগেই তৈরি হয়ে গেছে। এখন শুধু ফলাফল দেয়ার পালা। কবে দিবে কেউ বলতে পারেন? যত দেরি হবে ততই ফলাফল দুইনম্বরি করার সম্ভাবনা বেশি হবে।
এবার কি ফেয়ার সিলেকশন হবে? শোনা যাচ্ছে এসপি পদের জন্য বিভিন্ন ভারসিটির সাবেক ছাত্রলীগ ক্যাডারদের ডুকানো হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যতই অনিয়মের খবর পড়ি, ততই মনে হয় প্রশাসনের প্রথম শ্রেনীর পদ গুলো সব দলীয় লোকদের জন্য, অন্যকারো এতে কোন অধিকার নেই।
আজ সমকাল পত্রিকায় দেখলাম,সিবিএ নেতার অনুরোধে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার ভাইভা বোর্ড প্রার্থীর জন্য অপেক্ষা করেছে। প্রার্থী ঢাকা থেকে বিমানে গিয়ে পরীক্ষা দিয়েছে।
নিয়োগ বানিজ্যের এ খবর আংশিক চিত্র মাত্র। পুরোচিত্র তো আরো ভয়াবহ।
ইতিমধ্যে নাকি প্রভাবশালী ভিয়াইপি প্রার্থীরা ২৯তম বিসিএসের পদ নিশ্চিত করে ফেলেছে। অযোগ্য প্রার্থীর প্রবেশমানেই একজন যোগ্য, মেধাবী বাদ পড়া।
আপনাদের কার মত কি?
দেশের ভবিষ্যত কি মেধাবিদের হাতে যাবে, না যথারীতি দুর্নিতিবাজদের হাতে যাবে?
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৩