আমি চিকনমিয়া, ব্লগে আইসাই মানুষেরে মাইনাচ দিছি, অনেকে কষ্ট পাইতো
অনেকে ভালোও পাইতো। একটু ভালো সময় কাটাই সবাইর সাথে। বয়স হইতাছে, বুড়া হইতাছি। ব্লগে লাফালাফিও কমাইতাছি
লেখালেখি জীবনেও করিনাই। তয় ব্লগে মাঝে মইধ্যে কিছু উপলব্ধি লেখছি।
একদা কইছিলাম : এ জগতে ভালোবাসা বলিয়া কিচুই নাই এইডা হাচা না মিছা কইতাম পারিনা। তয় মাঝে মইধ্যে মনে হয় কতাডা হাচা
একদা এইটাও কইছিলাম: আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা তয় এইডা আমি মানি। আবেগ বড়ই যন্ত্রনা দেয়, এইডারে ফালাইয়া দেওনের কাম
নিজের লেখা প্রিয় একটা কোবতে হইলো এইডা:
ইহা একটি কোবতে এই কোবতের কতাডি এক্কারে হাচা। কবে যে এইডার উল্টা একডা কোবতে লেকতাম পারমু । আমগো দেশে আর কারেন্ট যাইবো না, গরমে কষ্ট পামুনা, পানিত কষ্ট পামুনা
কষ্টের মইধ্যে মজা আছে
একবার মনডা বড়ই উদাস আচিলো, আমি নিজেই কই আবেগই সকল নষ্টের গোড়া, তয় এই আবেগই কষ্ট দেয়। আবেগেরে ফালাইয়া দিতাম চাই। মাঝে মইধ্যে কষ্ট পাই তখন মনে হয় কিছু কষ্টে মজাই আছে
বাস্তবতা বড়ই কঠিন এইডা লেকচিলাম বাস্তবের মানুষের কঠিন দিকগুলো দেইখা। মানুষের সাথে চলতাম পারিনা। মানুষে পরিবর্তন হইয়া যাইতাছে । বাস্তব বড়ই কঠিন এইডি বুঝি সবসময়ই
ব্লগে আইসা বহুত ভালো মানুষেরে পাইছি। এইডাই আসল পাওয়া।