Scam!!!
এই লেখাটি অনেকের কাছে অফেন্সিভ লাগতে পারে। সুতরাং আগেভাগেই ডিস্ক্লেইমার দিয়ে দিচ্ছি।মুরুব্বি বা আপুনিরা না পড়লেও চলবে। তবে না পড়ে বেইজ্জত হলে দায় দায়িত্ব তার।


প্রথমেই সংক্ষেপে জেনে নিই স্ক্যাম কি?
স্ক্যাম অনেক রকম। কয়েকদিন আগে এক শ্রদ্ধ্যেয় ও বরেণ্য ব্যাক্তির কাছ থেকে একটী গ্রুপে ইমেইল পেয়ে হতভম্ব হয়ে গেলাম। মেসেজের সরল বাংলা করলে দাড়ায়ঃ
‘আমি অমুক দেশে আছি , টাকা পয়সা সব হারায়া গেসে। কিছু টাকা পাঠাইলে উদ্ধার পাইতাম। অমুক নাম্বারে ফোন দেন। আমারে রক্ষা করেন। ’- শুনে এক জুনিয়র সাথে সাথে আমারে জানায় অনুক সাহেবতো বিপদে আমি টাকা দিতে পারি কি না। আমি টাশকিত প্রথমত ওইদিন দুপুরে ও সন্ধায় সেই ভদ্রলোককে দেখলাম আর আলাপও করলাম। আর জুনিয়র আমার মত দরিদ্রলোকের কাছে টাকা চাইতেসে এক মুরুব্বিরে বাচাইতে। ৩য় হচ্ছে সে বুয়েটের ৩য় বর্ষে পড়েও স্ক্যাম বোঝেনি। এটা হচ্ছে টাকা চাওয়ার স্ক্যাম। উইকির সংজ্ঞা কপি করে দেবার মনস্থ করেছিলাম কিন্তু তা সবার কাছে সহজলভ্য ও রাশভারী বলে বিরত থাকলাম।
আরেক ধরনের স্ক্যাম আছেঃ আপনাকে দিয়ে আজাইরা কাজ করিয়ে নেবে এবং টাকা পাবার লোভ দেখাবে। তবে টাকা নামক স্বর্নমৃগের দেখা আপনি কখনোই পাবেন না। সুতরাং অনলাইনে আয় করতে চাইলে নির্ভরযোগ্য সাইটে যান।
ফেসবুকে আরেক ধরনের স্ক্যাম আছেঃ
এরা আপনাকে লোভ দেখাবে জোশ একটা ভিডিওর। কিন্তু ক্লিক করলে বলবে আগে লাইক দিন তাইলে দেখতে দিব। লাইক দেয়ার পরে সেই সেই ভিডিও আর দেখতে পাবেন না। ততক্ষণে আপনার বন্ধু মহলে তথা তাদের ফেসবুকীয় দেওয়ালে খবর চলে এসেছে আপনার অজান্তেই। এভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ধরণের স্ক্যাম। ফেসবুক আর ব্লগের মাধ্যমে।
আমার চেনা কিছু স্ক্যাম বা ধান্দাবাজি ঃ
১. আপনি বিরাট অংকের টেকা পাইছেন মিয়া। অনলাইন এক লটারীতে । এখন কিছু প্রসেসিং মানি ছাড়েন এন্ড মানে মানে নিজের টেকা লয়া আনন্দে নৃত্য করেন।
সাবধান ভুলেও একটা ফুটা পয়সাও পাঠাইবেন না ওদেরকে । (কাজিম )
২. এক মেয়ের বাপ তার ফেসবুকের ওয়ালে এক রহস্য ফাস করে দিসে। সেই দুঃখে কন্যা সুইসাইড খাইছে। আপনি যদি তা দেখতে পারেন তাইলে ক্লিক করেন। তবে ক্লিক করে কোন লাভ নাই শুধু বন্ধুদের সামনে অজান্তেই বেইজ্জত হোয়া ছাড়া। কেউ কেউ আবার আপনারে বিব্রত করার ভয়ে কিছু বলবেও না।
( কাজিম কামাল )
৩. ভিরাট এক বাচ্চা হইছে। তার জন্ম হওয়ার দৃশ্য দেখতেও চান? তাইলে লাইক দেন।(এবারেও ধরা খাবেন। )
৪. কোন একটা পর্ন ক্লিপস দেখার লোভ দেখাবে। লোভে পা দিসেন তো ধরা।
বিঃদ্রঃ লেখকের নাম স্বীকার করে এই লেখা শেয়ার করা যাবে। তাড়াহুড়া করে লেখা বলে কিছু বানান ভুল থাইকা গেলো , ধরিতে দিলে বাধিত হব। আপনার বন্ধুদের ইজ্জত আপনার হাতে। তাদের এই লেখা পড়োতে দিন।