দিবস ছাড়া জাতীয় স্থাপনাগুলোর অমর্যাদা এই দেশে নতুন কিছু নয়। কিন্তু দিবসের দিনেও অমর্যাদা করার যে রীতি(গত ২১ শে ফেব্রুয়ারী) শুরু হয়েছে তা খুব দুঃখ দেয়। এতো ত্যাগের বিনিময়ে যে স্বাধীণতা,যে ভাষা তার মর্যাদা শুধুমাত্র একটু সচেতনতা আর নিয়ম মেনে চলার অভাবে এভাবে ক্ষুন্ন হতে পারে না।
মানুষের ঢল..... সময় সকাল৭-১৫মিনিট
আমাদের গর্ব
কাছে যেতেই দেখলাম জুতো পায়ে সবাই বেদীর উপর। দায়িত্বে থাকা পুলিশকে বলতেই সে জবাব দিলো........ আরে ভাই যানতো ......লোকজন উঠলে আমরা কি করুম।।
দূর থেকে দেখছি আর ভাবছি.......... আমি ভুল নাকি সময়টা ভুল।
হঠাত মনে হলো মূসা ইব্রাহীমকে দেখলাম!!!!!!!!!!!!
কাছে গিয়ে দেখলাম ...............
সবাই দেখি মূসা হতে চায়!!!!!!!!!!!
এই আমাদের পতাকা...........
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৫