দিন দিন অনলাইন ভিত্তিক বিভিন্ন অ্যাপলিকেশন ব্যবহারের মাত্রা বেড়েই চলছে। অ্যাপলিকেশন ব্যবহারের সাথে সাথে পাসওয়ার্ড মনে রাখার ঝক্কিও বাড়ছে। অনেক অ্যাপলিকেশন অাবার যেন তেন পাসওয়ার্ড গ্রহণ করে না। তাই বেশ জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।কিন্তু মুশকিল হয় যখন প্রয়োজনের সময় পাসওয়ার্ডটি মনে থাকে না। যদিও ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনঃ উদ্ধার করা যায়। তবে তাতে বেশ খানিকটা সময় নষ্ট হয়।
অার একটি বিষয় হলো অাপনার ব্যক্তিগত অথবা অফিসের ইমেইলের পাসওয়ার্ডটি যদি কোন কারণে হ্যাক হয়ে যায় তবে অনেক মূল্যবান তথ্য হ্যাকার সহজে চুরি করতে পারে। যদি বিষয়টি বাণিজ্যিক হয় তবে অাপনার ক্লাইন্ট হয়তো ছুটে যেতে পারে।তাই সিকিউরিটির বিষয়টি মাথায় রেখে অাপনি যদি কাজ করতে চান তবে অাপনার উচিৎ হবে কিছুদিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা। অার পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে ভাল উপায় হলো ক্যারেকটারের সাথে সংখ্যা ও স্পেশাল ক্যারেকটার মিলিয়ে পাসওয়ার্ড তৈরী করা এবং একই পাসওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার না করা। অাপনার অবশ্যই উচিৎ হবে ভিন্ন ভিন্ন অ্যাপলিকেশনে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা। ধরুন অাপনি যে পাসওয়ার্ডটি অাপনার ই-মেইলের ক্ষেত্রে ব্যবহার করছেন তা কখনই ফেসবুকে ব্যবহার করবেন না। কিন্তু বিশ্বজুড়ে বেশিরভাগ মানুষ পাসওয়ার্ড নিয়ে মাথা ঘামান না। এবার কিছু পরিসংখ্যান দেখা যাক।
১) ৬১% মানুষ একই পাসওয়ার্ড একাধিক ওয়েব সাইটে ব্যবহার করেন।
২) ১৮-২৪ বছর বয়সী ক্রেতার ৭৬ শতাংশই একই পাসওয়ার্ড বার বার ব্যবহার করেন।
৩) মাত্র ৪৪ শতাংশ ক্রেতা বছরে একবার পাসওয়ার্ড পরিবর্তন করেন।
৪) ৮৯ শতাংশ ক্রেতা তাদের বর্তমান ব্যবহৃত পাসওয়ার্ডটি অভ্যাসগত কারণে ব্যবহার করতে স্বাচ্ছদ্যবোধ করেন।
অার্ একটি মজার তথ্য হলো ৬ সংখ্যার লোয়ারকেস একটি পাসওয়ার্ড ব্রেক করতে মাত্র ১০ মিনিট সময় লাগে, তার সাথে ২টি সংখ্যা জুড়ে দিলে এবং কয়েকটি অাপারকেস অক্ষর ব্যবহার করলে তা ব্রেক করতে ৩ বছর সময় লাগে অার তার সাথে যদি অার একটি অক্ষর জুড়ে দেয়া যায় এবং তার মধ্যে অাপারকেস অক্ষর ও সিমবল ব্যবহার করা হয় তবে তা ব্রেক করতে ৪৪,৫৩০ বছর সময় লাগবে।
এতসব কঠিন কঠিন পাসওয়ার্ড মনে রাখার ভার অাসনি সহজেই তুলে দিতে পারেন LastPass নামের একটি টুলের উপর।
অাপনি চাইলে এখান থেকে LastPass Enterprise Trial ভার্সনটি ডাউন লোড করতে পারেন।
অার একটি মজার বিষয় হলো ধরুন অাপনি অন্য কেউকে অাপনার মেইলটি চেক করতে বলছেন কিন্তু অাপনি অাপনার পাসওয়ার্ডটি শেয়ার করতে বিব্রত বোধ করছেন। সেক্ষেত্রে LastPass এর মাধ্যমে অাপনি তা সহজেই শেয়ার করতে পারবেন কিন্তু যাকে শেয়ার করছেন সে অাপনার পাসওয়ার্ডটি জানবে না। তিনি শুধু একটি লিংক দেখতে পারবেন যাতে কিল্ক করে অাপনার ইমেইলে প্রবেশ করতে পারবেন।