১। ভূমিকাঃ
কভিড মহামারীরর আগে আগ্রা গিয়ে শুক্রবার থাকার দরুন তাজমহল ঢুকতে পারি নাই। বাহিরে উকিঝুকি মেরেই তাজমহল দেখা এবং নদীর ওপারে যেয়ে দুর থেকে তাজমহল দেখে সেদিন ই দিল্লি আসতে হয়েছিল কারন পরদিন সকালে বাজেট টিকেট কাটা ছিল।
২। ভারতীয় ভিসা আবেদনঃ
কভিড মহামারীর পর তিন বছর কেটে গেল। অর্থনৈতিক সংকটের কারনে ভিসা করার যোগ্যতা ও সামর্থ্য না থাকার দুরুন ঈদের আগে আইভেক গিয়ে ভিসা জমা দেই। টেনটেটিভ ডেলিভারী ডেট ২৮ মে। জানি না পাব কি না ভিসা।
৩। ঢাকা থেকে দর্শনাঃ
ঢাকা থেকে ট্রেনে দর্শনা যাব সেটা খুলনার বা বেনাপোলের যে কোন একটা ট্রেনে যাব বলে চিন্তা করছি। যদি আপনাদের কোন সহজ মতামত থাকে তবে দিতে পারেন।
৪। দর্শনা থেকে গেদে হয়ে কোলকাতাঃ
দর্শনা হয়ে গেদে হয়ে কোলকাতায় কম খরচে যাব কোলকাতা।
৫। কোলকাতা থেকে আগ্রা কম খরচে ও সহজে যাব কিভাবেঃ
কোলকাতা থেকে ট্রেনে যাবার চিন্তা করছি। সেটার সহজ উপায় যদি আপনারা বলতেন তবে অনেক উপকৃত হতাম।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭