যেমন থাকে না বিদ্যুৎ, তেমন গরম, তার উপর আবার মশা বাবাজিদের উৎপাত । জীবন যেন যায় যায় । তাও সাধারন মশা হলে হয় !!

একেবারে গেরিলা ট্রেনিং প্রাপ্ত মশা ।

গরমের চোটে মশারি টাংগানো যায় না, আর তাতেই মশার আনন্দ দেখে কে !
দুই একটা কামড় দিবি দে

তাই বলে তোর ককিল কন্ঠের গান কে শুনতে চেয়েছে ??


আগে মশার কয়েল জ্বালালে কাজ হতো, এখন আর হয় না ।


কিং কিম্বা কুইন, এই মশারা কাউরেই পাত্তা দেয় না । কয়েল জ্বালালে আজকাল ওরা দেহের সব ছিদ্রগুলো বন্ধ করে চুপ করে বসে থাকে এক কোনে, আর যেইনা কয়েল ফুরিয়েছে অমনি আবার ঝাপিয়ে পড়ে ।
আবার কোন কোন মশাতো কিছু মনেই করে না দিব্বি কয়েলের ধোয়ার মধ্যেই উড়ে বেড়ায় ।

কিছুদিন বাজারে এসেছে মশা মারার ইলেকট্রিক ব্যাট ।

আমিও কিনেছি একটা


বেশ চটাস পটাস করে মশাও মরে ।

মশারা ব্যাপার টা বুঝে গেছে , এখোন আর ওরা উপর দিয়ে ওড়ে না

ওড়ে একদম মেঝের কাছ দিয়ে যেন ব্যাট দিয়ে না মারা যায়। ওহ...


যতই নিত্য নতুন প্রযুক্তি আসছে, রণকৌশল পালটে ফেলেছে বাংলাদেশের মশারা

