আমরা সব সময় শুনে এসেছি আলীগ ভারতের স্বার্থ রক্ষা করতে ব্যাস্ত , তা নিজের দেশের স্বার্থ নষ্ট করে হলেও। তারা নাকি দেশধরেই বিক্রি করে দিচ্ছে !!!
কথা গুলা শুনেছি কার কাছে ?
BNP পাতি নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের মুখে ।
আবার নতুন নতুন কথা শুনছি আজকাল, BNP নাকি পাকিস্তানের ইসারায় কাজ করছে। পাকিস্তানের নির্দেষে হরতাল ডেকেছে BNP। জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন ইত্যাদি ইত্যাদি।
কথা গুলা শুনেছি কার কাছে ?
আলীগ পাতি নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের মুখে ।
আমি বুঝিনা, এই কথাগুলো যারা বলেন তারা এগুলো পান কোথায় ?
তারা কি ধারনা করে বলেন ?? নাকি রাজনৈতিক ফায়দা লুটার জন্য মিথ্যা বলেন?? নাকি তাদের কাছে প্রমান আছে ?
যদি প্রমান থেকেই থাকে তাহলে তা জনগনের সামনে প্রকাশ করেন না কেন?