ব্লগে যারা আমাকে নাস্তিক, মাস্তিক, ইসলামোফোব, মোব ডাকছেন, উহাদের প্রতি আহবান রলো, এসব নাম টাম আমাকে দেবেন না; আমার নিক আছে, সেই নিকে ডাকবেন; আমি আপনাদের নিকের সামনে কোন বিশেষণ ব্যবহার করি না, আপনারাও আমার মতো সাদাসিদা ব্লগার, আপনারা নিশ্চয় কোন ধরণের অপরাধী নন।
গত কয়দিন ব্লগে টোকাটুকি চলছে, আমি উহাতে কোনভাবে অংশীদার নই; আজকে সকালবেলা ব্লগে এসে দেখি, এক ব্লগার একপোষ্টে অনেকের সাথে আমাকেও "ইসলামফোব", নাকি "ইসালামটোব" ডাকছেন; আমি এসব শব্দ পছন্দ করি না, এবং ইসলাম নিয়ে আমার কোন বক্তব্য নেই; আমার অনুরোধ, আপানারা যারা ব্লগে পোষ্টের নামে গরুর রচনা লেখেন, উহাতে আমাকে এসব নতুন নাম দেবেন না; আমি আপনাদের কোন নতুন নাম ও বিশেষণ দিই না; আমাকেও দেবেন না, দুনিয়ায় শান্তি বিরাজ করুক!
আজকের সকালটা আরম্ভ হয়েছে খারাপভাবে, পুরোদিন গেছে খারাপভাবে; মগজের এমআরআই করার দরকার ছিলো আরো ৪ সপ্তাহ আগে, ডাক্তারের অফিসের এক স্পেনিশ মেয়ের অজ্ঞতার কারণে উহা ভয়ংকরভাবে পিছিয়ে গেছে, করেছি গত বহস্পতিবার; আজ সকালে রিপোর্ট এসেছে কিনা জানার জন্য ডাক্তারের অফিসে কল করার পর, একই মেয়ে আমাকে অপেক্ষা করার জন্য বলে ৩ বার লাইন কেটে দিয়েছে; শেষে অন্য একটাকে পেলাম, আমাকে এ্যাপয়েন্টমেন্ট দিলো আসছে মে'মাসের ২২ তারিখ; এ্যাপয়েন্টমেন্টটা বুঝে টুঝে নিয়ে, ৪৫ মিনিট ড্রাইভ করে ডাক্তারের অফিসে উপস্হিত হলাম; অফিসের ২ স্পেনিশ মেয়ে আমাকে দেখে ভুত দেখার মতো চেয়ে আছে; একজন আমাকে বললো,
-তোমাকে কিছুক্ষণ আগে মে'মাসের ২২ তারিখের জন্য এ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে, তুমি এখন এখানে কেন?
-আজকে মে'মাসের ২২ তারিখ, ডাক্তারকে গিয়ে বলো, আমি এসে গেছি।
উহা ভেতরে গেলো, কিছুক্ষণ পর ১ বাংগালী লোককে নিয়ে হাজির। বাংগালী ভাই সাহেব অবস্হা বুঝে ভুমিকা করে কথার শুরু করার সাথে সাথে বললাম,
-ম্যাঁওপ্যাঁও বন্ধ করেন, আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে আলাপ করতে এসেছি, গিয়ে ডাক্তারকে বলেন।
উহা আমাকে বললো,
-ভাই, আমাকে শেষ করতে দেন!
-না, কোন কিছু শুরু করারও দরকার নেই, শেষ করারও দরকার নেই।
উনি হতাশ হয়ে ভেতরে চলে গেলেন, একটু পরে ডাক্তার বেরিয়ে এসে বললেন, ২/৩ ঘন্টা অপেক্ষা করতে হবে; আমি হ্যাঁ করে, অফিস থেকে বেরিয়ে হাঁটতে চলে গেলাম; ২ ঘন্টা পর ফিরে এলাম; ডাক্তার কথা বললেন,
-ভালো সংবাদ হলো, নতুন কোন টিউমার হয়নি; খারাপ সংবাদ হলো, মাথার বাম দিক দিয়ে রক্ত-প্রবাহ কম; কেন কম, উহা বের করতে কলম্বিয়া ইউনিভার্সিটির হাসপাতালে যেতে হবে।
হাসপাতালের রেফারেল কাগজপত্র নিয়ে বাসায় ফিরলাম। এখন ভালো আছি। আপনারা যারা ব্লগে টোকাটুকি করছেন, করতে থাকেন; আমার নাম নিলে আমি বিরক্ত হবো না, হয়তো, প্রচার বাড়বে; কিন্তু নাস্তিক, মাস্তিক, ফোবিক, মোবিক ডাকবেন না; ভালো থাকুন, ব্লগিং করুন।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১২