মিনিমাম ২০ জন সদস্য ও ২০ হাজার টাকা দিয়ে সমবায় চালু করা সম্ভব; রেজিষ্ট্রেশনও সোজা, প্রতি থানায় সরকারী সমবায় অফিসে, সমবায়ের ফরম পুরণ করে রেজিষ্ট্রেশন করা সম্ভব।
আমাদের দেশের বিশৃংখল গলাকাটা ক্যাপিটেলিজম বিপুল পরিমাণ বেকার ও অর্ধ-বেকার দিয়ে দেশ ভরে ফেলেছে; প্ল্যানমাফিক চাকুরী সৃষ্টি করে ইহার সমাধান করা সম্ভব। তবে, সরকারের সেই ধরণের কোন প্ল্যান নেই, সরকার বেকার সমস্যা নিয়ে কোন প্ল্যানের কথা বলে না। আমেরিকায়, প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮ টায়, সরকারের লেবার ডিপার্টমেন্ট দেশের বেকারত্বের হার, সর্বমোট রেজিষ্টার্ড বেকারের সংখ্যা ও "আন-এমপ্লয়মেন্ট বেনেফিটে" থাকা বেকার মানুষের সংখ্যার হিসেব দেয়। আমাদের সরকারে সেই রকম একটা সংস্হা দরকার, যারা প্রতি সপ্তাহে বেকারত্বের হার ও পরিমাণ জানাবে।
সরকার ব্যতিত বেসরকারী উপায়েও বেকারত্ব কমানো সম্ভব; ৩য় বিশ্বে ইহা করার একটা উপায় হচ্ছে, সমবায় গঠন করা। ৩য় বিশ্বে ব্যাংকগুলো পরিচিত মুখ ওক্ষমতাশালী লোকদের হাতে থাকে; তারাই ব্যাংক থেকে ক্যাপিটেল সংগ্রহ করে ব্যবসায় খাটায়; নিম্ন মধ্যবিত্ত ও বেকারেরা এসব ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ পায় না; ফলে, তারা প্রযোজনীয় ক্যাপিটেল যোগাড় করতে সক্ষম হয় না। এই অবস্হায়, যার যতটুকু সামর্থ আছে, সেটাকে একত্রিত করে ছোটখাট একটা ক্যাপিটেল দাঁড়া করানো সম্ভব, ইহাই সমবায়।
ব্লগারেরা দেশের নতুন একটা শিক্ষিত জেনারেশন, এদের মাঝে অনেক ব্যাপারে মিল আছে; মিল থাকাটা মানুষের ঐক্যার জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর। ব্লগারেরা সবাই সমবায়ের উপর যথেষ্ট জ্ঞান রাখেন; ফলে, তাঁদেরকে বুঝানোর মতো সমস্যার ভেতর দিয়ে যেতে হবে না; ব্লগারদেরকে দেশের বর্তমান অবস্হা ইত্যাদি ব্যাখ্যা করার তেমন দরকার নেই, তাঁরা সমবায়ের প্রয়োজনীয়তা বুঝেন; ফলে, এখানে একটা সমবায় কাজ করবে।
দেশে কমপক্ষে বিবিধ সময়ে ৪/৫ লাখ ব্লগার রেজিষ্ট্রেশন করেছেন; ইহা একটি শক্তিশালী গ্রুপ। প্রাথমিকভাবে যদি কয়েকজন মিলে একটি সমবায় গঠন করে, কিছুটা সফল হন, তখন শতশত ব্লগার যোগ দেবেন।
ব্লগার "স্বপ্নের শঙ্খচিল" ( Link ) দীর্ঘ সময় সমবায়ের সাথে যুক্ত আছেন, উনি সমবায়ের উপর ২ টি পোষ্ট দিয়েছেন, আপনারা সেগুলো পড়ে দেখেন। ব্লগারদের মাঝে আরো অনেকেই সমবায়ের সাথে হয়তো যুক্ত আছেন, আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন সামুতে। অনেক ব্লগার ব্যবসা করছেন, তাঁদের সাহায্য নিয়ে, আমরা দেশে চলে এই ধরণের ব্যবসা করার জন্য প্ল্যান করবো। সমবায় করলে, বেকার ব্লগারদের জন্য চাকুরীর ব্যবস্হা করা যাবে, এবং সদস্যরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। যদি সমবায়কে বড় করা যায়, ইহা অনেক মানুষের জন্য চাকুরীর সৃষ্টি করতে সমর্থ হবে।
আপনারা যারা প্রাথমিকভাবে সমবায় শুরু করতে ইচ্ছুক, তাঁরা মতামত জানাতে পারেন। যাঁরা এই ব্যাপারে পরিস্কার নন, তাঁরা হয়তো ইহাতে যোগ দেয়া সঠিক হবে না।
করোনাকালীন সময়ে বেশ পরিমাণ ব্লগার অর্থনৈতিক সমস্যায় পড়েছেন ইতিমধ্যেই; অনেক ছাত্র ব্লগার আছেন,যাদের চাকুরী এই বছর হবে না, এবং আগামী বছরও কষ্টকর হবে। আপনারা যদি একটি সমবায় গড়ে তোলেন, প্রথমদিকে কষ্টকর হবে, কিন্তু ২/১ বছরের মাঝে আপনাদের প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে; সদস্যদের চাকুরী হবে, সমবায়ে ব্যবসা ও অন্যান্য প্রকল্প থাকবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০